Home দেশ ডিজেলে লিটার প্র’তি ভর্তুকি ৬০ টা’কা! এই সাবসিডি পে’তে আবেদন করছে কৃষকরা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডিজেলে লিটার প্র’তি ভর্তুকি ৬০ টা’কা! এই সাবসিডি পে’তে আবেদন করছে কৃষকরা

আষাঢ় শ্রাবণ মাস নিয়েই বর্ষাকাল। আষাঢ়ে বর্ষার পরিমাণ কম থাকলেও শ্রাবণে বৃষ্টির ধারা ক্রমশই বেড়ে চলে কিন্তু চলতি বছরে আষাঢ় মাস তো দূরের কথা শ্রাবণ মাসে বৃষ্টির ছিটেফোঁটা দেখা নেই, যার ফলে চাষীদের হচ্ছে বড় সমস্যা। বৃষ্টি না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজ।

একদিকে কিছু রাজ্যে যেমন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তেমনি অন্যদিকে অর্থাৎ উত্তরপ্রদেশ ,ঝাড়খন্ডে তৈরি হয়েছে খরার মত পরিবেশ। যার কারণে কৃষিকাজে হচ্ছে বিপুল পরিমাণে ক্ষতি। এরকম পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ালো বিহার সরকার।

সাহায্য করার জন্য সেচের জন্য ডিজেল কেনার ওপর ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। বৃষ্টি না হওয়ার কারণে খরা পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য কৃষকদের কৃষি ফিডার থেকে প্রায় ১৬ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিচ্ছে সরকার।

সরকারের তরফ থেকে কৃষকদের এই বিদ্যুৎ ব্যবহারের জন্য আবেদন করা হয়েছে যে সমস্ত কৃষকরা ডিজেল পাম্পের মাধ্যমে চাষ করছেন তাদের ক্ষেত্রে অনুদান দেওয়ার কথা ভেবেছেন বিহারের সরকার।

আরো পড়ুন: পার্থদা আসলেই আমার ডিউটি শে’ষ, এতদিনে মু’খ খুললেন অর্পিতার গাড়ি চালক

বিহারের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বিহারের সরকার ডিজেল পাম্পে কৃষকদের প্রতি লিটারে ৬০ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে।এক একর জমির জন্য ভর্তুকি দেওয়া হবে ৬০০ টাকা. ধান এবং পাট সেচের ক্ষেত্রে প্রায় ১২০০ টাকা পর্যন্ত এ প্রতি একরে ভর্তুকি দেবে সরকার। গম, ভুট্টার সাথে সাথে ডাল, শাকসবজি, সুগন্ধি গাছ, ঔষধি সমস্ত চাষের ক্ষেত্রে প্রতি ১৮০০ টাকা করে অনুদান পাবে কৃষকরা।

এই ভর্তুকি দেওয়া হবে প্রকল্পের অধীনে থাকা অরায়ত এবং রায়ত কৃষকরাই। যারা অন্যের জমিতে চাষ করেন অর্থাৎ যারা অরায়ত কৃষক তাদের ক্ষেত্রে অবশ্যই যাচাই করে নেবে বিহারের সরকার।

যারা শুধুমাত্র সঠিক পদ্ধতিতে কৃষিকাজ এবং যারা সঠিক কৃষক তারাই এই সুবিধা পাবেন। সেই সমস্ত কৃষকরা আবেদন করবেন যারা ডিজেল ব্যবহার করেন যে যার কাজে।