সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জী’ব’ন্ত পুঁ’তে দেওয়া হল ১৫০টি পথ কুকুর’কে! দু’ষ্কৃ’তী’দের ঘৃ’ণ্য ষড়’যন্ত্রে অ’বা’ক এলাকা’বাসী

জীবন্ত পুঁতে দেওয়া হল ১৫০টি পথ কুকুরকে! দুষ্কৃতীদের ঘৃণ্য ষড়যন্ত্রে অবাক এলাকাবাসী

ফের মানুষের পাশবিকতার শিকার হতে হলো পথপশুদের। একের পর এক ১৫০টি কুকুরকে জীবন্ত কবর দিয়ে মেরে ফেলল কিছু মানুষরূপী জানোয়ার। ১৫-২০ ফুটের গর্ত বানিয়ে তাতে পর পর ১৫০টি কুকুরকে জীবন্ত পুঁতে দেওয়া হয়েছে! নির্মম এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের শিবমোগার রঙ্গনাথনপুরমের কাম্বাদালালু-হাসুর গ্রাম পঞ্চায়েতে। দুষ্কৃতীদের এমন ঘৃণ্য ষড়যন্ত্র দেখে অবাক এলাকাবাসী।

অপরাধীদের চরম শাস্তির দাবি জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের তদন্তে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৪ঠা সেপ্টেম্বর। দুষ্কৃতীরা এদিন তাম্মাডিহালি জঙ্গলে গভীর গর্ত খুঁড়ে সেখানেই অতগুলি কুকুরকে একসঙ্গে কবর দিয়ে দেয়। এই ঘটনার কিছুদিন পর এলাকাবাসীর সন্দেহ হয়। কারণ কিছুদিন ধরেই কুকুরের ডাকে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তারা।

ঐদিনের পর থেকে আর এলাকায় কুকুর দেখা যাচ্ছিল না। আবার কুকুরের ডাকও শোনা যাচ্ছিল না। যার ফলে সন্দেহের বশে তারা স্থানীয় পশুপ্রেমী ও পশু অধিকার সংগঠনের সদস্যদের খবর দেন। এরপর তারা যখন এই ঘটনার তদন্ত করেন তখনই ওই সাংঘাতিক ঘটনা প্রকাশ্যে আসে। তার পরেই তারা পুলিশের দ্বারস্থ হন। ভদ্রভাটি গ্রামীন পুলিশ এই ঘটনার তদন্তভার নিয়েছে।

পুলিশের অনুমান, কুকুরের নির্বীজকরণের জন্য সরকারের তরফ থেকে ঠিকাদারদের টাকা দেওয়া হয়েছিল। সেই টাকা আত্মসাৎ করার জন্য এমন নির্মম পদ্ধতি বেছে নেয় তারা। এরপর ওই ঠিকাদারদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১১, ৪২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সোচ্চার এলাকাবাসীরা।