সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জি বাংলা দে’য় প্লাস্টিকের অ্যাওয়ার্ড, ধাতুর অ্যাওয়ার্ড দেয় স্টার জলসা! দর্শকদের ম’ধ্যে বি’বা’দ

সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বর্তমানে মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে নিত্যদিনের সিরিয়াল। পছন্দের সিরিয়াল দেখা এখন দর্শকদের কাছে রোজকারের অভ্যাস। তাই প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে অবসর মিলতেই টেলিভিশনের সামনে বসে যান তারা।

অবশ্য আজকাল টেকনোলজির যুগে হাতে মোবাইল থাকলে যখন খুশি যেখানে খুশি দর্শকরা নিজেদের পছন্দের সিরিয়াল উপভোগ করতে পারে। তাই প্রিয় সিরিয়ালের একটাও এপিসোড মিস করতে চান না কেউ।

এখন সব বিনোদনমূলক চ্যানেলেই সপ্তাহজুড়ে নিত্যনতুন সিরিয়াল চললেও দর্শকদের কাছে বেশি জনপ্রিয় জি বাংলা এবং স্টার জলসা এই দুটি চ্যানেল। দুটি চ্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই সবসময় লেগেই থাকে।

আরো পড়ুন: ইমরান খান এখন গদিচ্যুত, ভারতে কি কি প্র’ভা’ব পড়বে?

আর আজকাল টি আর পির যুগে লড়াই ক্রমশ জোরদার হয়। শুধু তাই নয়, দুই চ্যানেলের দর্শকদের মধ্যেও চলে প্রতিযোগিতা।সাধারণত চিত্রনাট্যকারের লেখা কাহিনীর ওপরেই তৈরী হয় সিরিয়াল। আসলে এই দুই চ্যানেলেই প্রধান ইউএসপি, ধারাবাহিকের ঝলমলে মন ভালো করা গল্প।

মজার মজার চরিত্র, একান্নবর্তী পরিবারের যৌথতা, আর নায়ক নায়িকার দুষ্টু মিষ্টি প্রেম। সেইসাথে রয়েছে খল চরিত্র গা জ্বালানো ডায়লগ। তাই সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের থেকে কাহিনীর চিত্রনাট্যকারদের ভূমিকা কোনো অংশে কম নয়।

বরং কোনো সিরিয়াল হিট করতে গেলে বড় ভূমিকা থেকে যায় সেই সিরিয়ালের চিত্রনাট্যকারের। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল, জি বাংলার অ্যানুয়াল অ্যাওয়ার্ড শো ‘সোনার সংসার’। এই অ্যাওয়ার্ড শো’তে বেছে নেওয়া হয়েছিল বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রের সেরা দের, এবং তাদের সম্মানিত করা হয়।

একইভাবে খুব শিগগিরই আসতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শো। সেখানে স্টার জলসার বিভিন্ন সিরিয়ালের কলাকুশলীদের অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হবে।

আর এখনই দুই চ্যানেলের দর্শকদের মধ্যে ভার্চুয়াল বিবাদ শুরু হয়ে গেছে। এক নেটিজেন দাবি করেছেন, জিবাংলা কলাকুশলীদের যে অ্যাওয়ার্ডগুলো দিয়েছে সেগুলো প্লাস্টিকের তৈরী।

অন্যদিকে স্টার জলসা যে অ্যাওয়ার্ডগুলো তার কলাকুশলীদের দেয় সেগুলো কোনো ধাতুর তৈরি। এই ভয়ঙ্কর অভিযোগ মেনে নিতে নারাজ জি বাংলার ভক্তরা।

তবে স্টার জলসার ভক্তরা বিষয়টিতে বেশ মজা পেয়েছে, তারা রীতিমতো হাসাহাসি শুরু করেছে। জি বাংলার দর্শকরা বলছেন এসব করে শুধুমাত্র জি বাংলাকে ছোট করার চেষ্টা চালানো হচ্ছে।