Home দেশ ওষুধ কে’না যা’বে ফ্লিপকার্ট থেকেই, বা’ড়’বে প্রতিযোগিতা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ওষুধ কে’না যা’বে ফ্লিপকার্ট থেকেই, বা’ড়’বে প্রতিযোগিতা

অনলাইন বিপণন সংস্থা ফ্লিপকার্ট (Flipkart)-এ অর্ডার করা যাবে ওষুধ।ফ্লিপকার্ট কলকাতার সংস্থা Sastasundar Marketplace-এর সংখ্যাগরিষ্ঠ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই SastaSundar সংস্থাটি অনলাইন ফার্মেসি এবং ডিজিটাল হেলথ কেয়ার ফার্মেসি চালায়।

এই করোনা কালে বেড়েছে অনলাইন ফার্মেসির বাজার। একারণেই একের পর এক সংস্থাগুলি এই ক্ষেত্রে প্রবেশ করছে। ফলে প্রতিযোগিতা বাড়ছে। তবে, ফ্লিপকার্ট এই অধিগ্রহণের ব্যাপারে চুক্তির কোনও পরিমাণ অবশ্য সামনে আনেনি। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, এই অধিগ্রহণের মাধ্যমে Flipkart Health+ চালু করছে। তবে এই অধিগ্রহণের চুক্তির ব্যাপারটি স্বীকার করে নিয়েছে এই সংস্থা।

এই কোম্পানির তরফে জানানো হয়েছে, তাঁরা দ্রুত Flipkart Health Plus প্ল্যাটফর্ম চালু করতে চলেছে। ফ্লিপকার্ট হেলথ প্লাস লাখ লাখ ভারতীয় গ্রাহকদের কম টাকায় পরিষেবা দিতে সচেষ্ট হয়ে কাজ করবে বলে আশ্বাস দিয়েছে সংস্থা। অন্যদিকে, SastaSundar.com-এ পাওয়া যায় ডিজিটাল হেলথ কেয়ার ও ফার্মেসির পরিষেবা পাওয়া যায়। এই প্লাটফর্মটিতে বর্তমানে 490টি ফার্মেসি রয়েছে। গ্রাহকদের কাছে যথেষ্ট সস্তায় ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুনাম রয়েছে SastaSundar.com-এর।

এই অধিগ্রহণের পরে, Sasta Sundar.com ফ্লিপকার্টের প্যান ইন্ডিয়া নেটওয়ার্ককেও কাজে লাগাতে পারবে। 2013 সালে বিএল মিত্তাল এবং রবিকান্ত শর্মা এই SastaSundar.com -এর শুরু করেছিলেন। ইতিমধ্যেই অনলাইনে এই ওষুধের বাজারে রয়েছে রিলায়েন্স, অ্যামাজন, টাটার মতো সংস্থাগুলি। এবার সেখানে Flipkart-পা রাখায় বাজারে প্রতিযোগিতা আরও বাড়ল বলাই যায়।