সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

University-তে পড়াশোনা করার জন্য কো’টি টা’কা লোন নিয়েছেন তরুণী, ডিম্বাণু বেঁ’চে শো’ধ করলেন টাকা

আজকালকার দিনে পড়াশোনার খরচ এতটাই বৃদ্ধি পাচ্ছে যে খুব বেশি দিন সন্তানদের পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়া মধ্যবিত্ত পিতামাতার পক্ষে সম্ভব হচ্ছে না। এই খরচের হার সবথেকে বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে। তাই সেক্ষেত্রে অনেক পড়ুয়াই পড়াশোনার পাশাপাশি কোনো না কোনো উপায়ে উপার্জনের মাধ্যমেকালীন নিজেদের খরচ নিজেরাই চালিয়ে নেন।

কিন্তু, পড়াশোনার বিপুল খরচ সামলাতে গিয়ে এবারে এক অদ্ভুত ঘটনা সামনে এল। খরচের ধার মেটাতে এবার নিজের ডিম্বাণু বিক্রি করে ধার শোধ করলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ ইয়র্কে। জানা গিয়েছে যে, তরুণীর নাম ক্যাসান্ড্রা জোনস। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালাতে প্রায় ১ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার ধার করতে হয়েছিল তাঁকে। কিন্তু পড়াশোনা শেষ করে তিনি চাকরি পাননি।

এ প্রসঙ্গে ওই ২৮ বছর বয়সী তরুণী জানিয়েছেন, ধার শোধ করতে ইতিমধ্যেই ৫ বার নিজের ডিম্বাণু বিক্রি করতে হয়েছে তাঁকে। তাতে তাঁর মোট আয় হয়েছে প্রায় ৫০ হাজার মার্কিন ডলার। তবে, এখনও বাকি ১ লাখ ১০ হাজার ডলার ধার।

এদিকে, এভাবে ডিম্বাণু বিক্রি করে ধার শোধ করার ফলও যে ভয়াবহ হতে পারে তেমন আশঙ্কার কথা চিকিৎসকরা জানিয়েছেন ক্যাসান্ড্রাকে। তবুও পিছিয়ে আসেননি তিনি। চিকিৎসকরা বলেছেন, ডিম্বাণু দেওয়া মোটেই সহজ কাজ নয়। এরকম বারংবার চলতে থাকলে সেখান থেকে পরবর্তীকালে কোলন ক্যানসার, শরীরে হরমোনের ভারসাম্য নষ্টের মত ঘটনাও ঘটতে পারে।