সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ৩ বছরেই ১০ লাখ পে’য়ে যাবেন, হিসেব দেখে নিন

আপনি কি সবে মাত্র চাকরি পেয়েছেন তবে আপনার জন্য একটা দারুন সুখবর। আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে বেশ পছন্দ করেন। এখনকার বিনিয়োগকারীরা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে থাকেন।

শেয়ার বাজার মিউচুয়াল ফান্ডের মতন বিভিন্ন বিনিয়োগ ফান্ডে প্রতিদিন বহু মানুষ বিনিয়োগ করছেন। যদি কেউ আগামী তিন বছরের মধ্যে দশ লাখের ফান্ড পেতে চান তবে মিউচুয়াল ফান্ড এক্ষেত্রে নিঃসন্দেহে চোখ বুজে ভরসা করা যায়।

এস আই পি ক্যালকুলেটরের সাহায্যে আপনি দেখে নিতে পারেন কত টাকা বিনিয়োগ করতে হবে আর তার বদলে কেমন রিটার্ন পেতে পারেন। দীনেশ কারীদের একটা কথা মাথায় রাখতে হবে রিটার্ন বাজারের পারফরমেন্সের উপর নির্ভর করবে।

বাজারের ভাবগতিকের উপর ওঠানামা করবে আপনার রিটার্ন। কেউ যদি প্রতিমাসে কুড়ি হাজার টাকা জমা করতে পারেন তবে সেক্ষেত্রেই পেয়ে যাবেন দারুণ সুযোগ পরবর্তী তিন বছরের জন্য যদি এই বিনিয়োগ করতে পারেন তবে ১০ লাখ টাকার একটি ফান্ড পুরোপুরি আপনার।

আরো খবর: মহাকাশে শ্যুট করা প্রথম সিনেমা প্র’কা’শ করলো রাশিয়া

বার্ষিক রিটার্ন পাবেন ১৫ শতাংশ। গত তিন বছরে এমন একাধিক মিউচুয়াল ফান্ডের উদাহরণ রয়েছে এক্ষেত্রে রিটার্ন পাওয়া গিয়েছে প্রায় ৩৮ শতাংশের কাছাকাছি। তিন বছর ধরে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড বার্ষিক রিটার্ন ৩৮ শতাংশের বেশি ছিল।

শুধু তাই নয় আইসিআইসিআই প্রুভেনশিয়াল ইনফ্রাফান্ডের তিন বছরের এস আই পি রিটার্ন ছিল প্রায় ৩৩ শতাংশের বেশি। শুধু তাই নয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কন্ট্রা ফান্ডের রিটার্ন গত তিন বছরে ছিল ৪৪ শতাংশের বেশি। কিভাবে আদিত্য বিড়লা সান লাইফ, ইউটিআই মাস্টার শেয়ার ইউনিট স্কিম, এসবের দুর্দান্ত রিটার্ন দেওয়া হয়েছে।