সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাকাশে শ্যুট করা প্রথম সিনেমা প্র’কা’শ করলো রাশিয়া

এই ছবি শুট করা হয়েছে পৃথিবীর কোন অংশে নয় বরং মহাকাশে। প্রথমবার মহাকাশের শুট করা ছবি এবার দেখানো হল সিনেমা হলে। ছবির নাম দা চ্যালেঞ্জ। বৃহস্পতিবার এই সিনেমা দেখানো হয় রাশিয়ার একটি সিনেমা হলে।

একদিকে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ঠিক সেই সময় সিনেমা দেখার জন্য হুড়ুহুরি পড়ে গিয়েছে রাশিয়ায়। রীতিমতো হলিউড ছবি গুলিকে টেক্কা দিয়ে রাশিয়া এখন সিনেমা জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে পরিগণিত হয়েছে।

তারা জানিয়েছে আমরাই প্রথম যারা মহাকাশযানে চরে কক্ষপথে একটি ফিচার ফিল্ম শুট করেছি। ছবির কলাকুশলীদের প্রশংসায় পঞ্চমুখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্য চ্যালেঞ্জের প্রেক্ষাপট আহত একজন মহাকাশচারী তাকে কিভাবে বাঁচানো হয়েছে তার সবটাই তুলে ধরা হয়েছে।

এই ছবিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয় একজন চিকিৎসককে। তিনি কিভাবে ওই অসুস্থ মৃত্যু পথযাত্রী মানুষটিকে রক্ষা করেন সেই সম্পর্কেই তৈরি হয়েছে এই সিনেমা। ধীরে ধীরে এগিয়ে যায় গল্প। ২০২১ সালের অক্টোবর মাসে একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং একজন পরিচালককে পাঠানো হয় মহাকাশে।

আরো খবর: মানুষের কি আ’য়ু বাড়ছে? রি’পো’র্ট কি বলছে?

তারা সেখানে ১২ দিনের জন্য ছিলেন। চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন ইউলিয়া পেরেসিল্ড। ছবিটি পরিচালনা করেছেন ক্লিম। ৩০ ঘন্টার ফুটের সংগ্রহ করা হয়েছে এরপর তা ৫০ মিনিটের ফিল্ম বানানো হয়।

মহাকাশে যাওয়ার আগে অবশ্য সেই পরিচালক এবং অভিনেত্রীকে রীতিমতো প্রশিক্ষণ নিতে হয়েছিল চার মাস। প্রশিক্ষণের শেষে তারা যখন যথোপযুক্ত হয়েছিলেন তখন তাদের মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই ছবিটি শুধু রাশিয়া নয় দেখা যাবে বিভিন্ন দেশ থেকেও আপনিও যদি দেখতে চান তবে অপেক্ষা করুন।