সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

T20 বিশ্বকাপ সব ম্যাচ এবার দে’খ’তে পারবেন বিনামূল্যে, কি করতে হ’বে জেনে নিন

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের ময়দানে এবার ভারত-পাকিস্তান মুখোমুখি। স্বভাবতই ক্রিকেট অনুরাগীরা ভীষণ ভাবে উত্তেজিত। এমতাবস্থায় ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে রয়েছে আগামী 24শে অক্টোবর। নির্দিষ্ট দিনে এই বহু প্রতীক্ষিত ম্যাচ মোবাইলে বসে দেখবেন কিভাবে? তাও আবার একেবারেই বিনামূল্যে? জেনে নিন।

ভারতের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ডিজনি প্লাস হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন। তাও সম্পূর্ণ বিনামূল্যে। তবে তার জন্য অবশ্য রিলায়েন্স জিওর 499 টাকার প্ল্যান নিতে হবে আপনাকে। এই প্ল্যান নিলে আপনি প্রতিদিন 3 জিবি করে যেটা পাওয়ার পাশাপাশি অতিরিক্ত 6 জিবি ডেটা ফ্রি পাবেন। সঙ্গে প্রতিদিন 100 টা করে এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধাও রয়েছে। প্ল্যানের বৈধতা 28 দিন।

আবার রিলায়েন্স জিওর 666 টাকার প্ল্যান নিলেও আপনি বিশ্বকাপ নিজের ফোনে বিনামূল্যে দেখতে পাবেন। এই প্লানে আপনি প্রতিদিন দু জিবি করে ডেটা পাবেন। সঙ্গে এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল রয়েছে। সঙ্গে প্রতিদিন প্রতিটি জিও অ্যাপের অ্যাক্সেস পাবেন। প্ল্যানের বৈধতা 56 দিন। যদি রিলায়েন্সের 888 টাকার প্ল্যান নেন তাহলেও বিনামূল্যে বিশ্বকাপ দেখতে পাবেন।

এই প্লানে প্রতিদিন দু জিবি করে ডেটা এবং অতিরিক্ত 5 জিবি ডেটা পাওয়া যায়। সঙ্গে বিনামূল্যে ভয়েস কল এবং প্রতিদিন 100 টা করে এসএমএস করার পরিষেবাও পাওয়া যায়। জিও অ্যাপের অ্যাক্সেস থাকছে সঙ্গে। প্ল্যানের বৈধতা 84 দিন।