সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Facebook Reels-এ ভিডিও পো’স্ট করেও এবার উপার্জন ক’রা যা’বে, ঘোষণা META-র

আপনি কি ফেসবুকে রিল বানিয়ে থাকেন? কয়েক সেকেন্ডের এই ভিডিও ক্রিয়েটারের সংখ্যা নেহাত কম নয়। প্রথম প্রথম ইনস্টাগ্রামে কেবলমাত্র এই রিল বানানো গেলেও, ফেসবুকেও সেই ফিচার অ্যাড করেছে মেটা। কিন্তু এবার ফেসবুকে রিল যারা বানিয়ে থাকেন, তাদের জন্য এক দারুন খবর শুনিয়েছে মেটা। ইন্সটাগ্রাম এর মতই ফেসবুকে এবার রিল বানিয়ে অর্থ আয় করা সম্ভব হবে।

কয়েক সেকেন্ডের ছোট্ট ছোট্ট ভিডিও এখন খুবই জনপ্রিয়, কম সময়ের মধ্যে মানুষের রুচির পরিবর্তন হতে থাকে খুব দ্রুত, একঘেয়েমি কেটে যায় সহজেই। যার কারণে বর্তমান সময়ে এসে রিল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু ভারতে এখনই সেই সুবিধা পাওয়া না গেলেও, কানাডা আমেরিকা মেক্সিকো এই সমস্ত জায়গায় আপাতত এই সুযোগ এসে উপস্থিত হয়েছে। সেখানকার ক্রিকেটাররা খুব সহজেই ফেইসবুকের মাধ্যমে রীলস বানিয়ে অর্থ উপার্জন করতে পারবে।

কিন্তু হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারণ?জানা যাচ্ছে ফেসবুক তাদের নিজের প্লাটফর্ম কে আরও বেশি আকর্ষণীয় ও জনপ্রিয় করে তোলার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশেষ করে লক্ষ করা গেছে ভারতে বর্তমানে টিকটক ব্যান হয়ে গেছে ঠিকই, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে এখনো টিক টক সেই আগের মতই জনপ্রিয় ও সক্রিয়।

আরো পড়ুন: বি’রা’ট সিদ্ধান্ত, উত্তরাধিকার সূত্রে তৃতীয় লি’ঙ্গে’র মানুষেরাও এবার সম্পত্তির ভা’গ পাবে

তাই টিকটকের টেক্কা দিতে ফেসবুক এবার এই পন্থা অবলম্বন করেছে। ফেসবুকের রীলস বানিয়ে অর্থ উপার্জন করা যাবে, এই সুযোগ বিশ্বের এখন হাতে গোনা কয়েকটি দেশ কেই দেওয়া হয়েছে। তবে ভারতেও মিলতে চলেছে এই সুবিধা খুবই দ্রুত। এমনটাই জানিয়েছে ফেসবুকের মালিকানাধীন সংস্থা মেটা।

তবে মানুষের মনে আরেকটি প্রশ্ন উঁকি দিচ্ছে বর্তমানে, কয়েক সেকেন্ডের রিলসে কিভাবে দেখা যাবে বিজ্ঞাপন? আসলে শোনা যাচ্ছে দুই রকমের বিজ্ঞাপন দেখানো হবে রিলসে। প্রথমেই দেখানো হবে স্টিকার জাতীয় বিজ্ঞাপন ও ব্যানার্স। রিলসের নীচের দিকেই খুব স্পষ্টভাবে দেখানো হবে বিজ্ঞাপন। এদিকে আবার স্টিকার এর ক্ষেত্রে সে বিজ্ঞাপন আটকে দেওয়া হবে রিলসে।ইউজাররা চাইলেই নিজের ইচ্ছামতো সেটা ব্যবহার করতে পারবে।