সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক মাসেই ১১০০ বা’র ভূমিকম্পের ক’ব’লে প’ড়’লো ইয়েলোস্টোন পা’র্ক, চি’ন্তা’য় বিজ্ঞানীরা

একে করোনা নিয়ে জর্জরিত সারা পৃথিবী। তার উপর আবার দোসর হয়েছে প্রাকৃতিক বিপর্যয়। বিপর্যয়ের দরুন একের পর এক এলাকা রীতিমতো বিধ্বস্ত হয়েছে। বন্যা ঝড় ঝাপটা তো বটেই, মুহুর্মুহু ভূমিকম্পে কেঁপে উঠছে বিশ্বের বিভিন্ন প্রান্ত। চলতি বছরের জুলাই মাসেই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক বারংবার ভূমিকম্পে কেঁপে উঠেছে। বিগত এক মাসে প্রায় ১১০০ এর বেশিবার ভূমিকম্পে কেঁপে ওঠে ওই এলাকা!

ইউএস জিওলজিক্যাল সার্ভে-এর রিপোর্টে দাবি করা হলো, ২০১৭ সালের পর এই প্রথম এক মাসের মধ্যে এতবার কেঁপে উঠলো আমেরিকার ইয়েলোস্টোন পার্ক। তবে এতবার ভূমিকম্প হলেও ভূমিকম্পের মাত্রা ছিল অত্যন্ত কম। রিখটার স্কেলে ৩-এর উপরেই থেকেছে এই মাত্রা। যার দরুন কোন বড়োসড়ো বিপর্যয়ের খবর মেলেনি। বিশ্বের অন্যতম বড় আগ্নেয়গিরির মুখে নির্মিত এই পার্কটি এমনিতেই ভৌগোলিক বিস্ময়ে ভরপুর।

USGS-এর রিপোর্ট অনুযায়ী, এক মাসে এতবার ভূমিকম্প হওয়াতে অবশ্য চিন্তার বিষয় দেখছেন বিশেষজ্ঞরা। কেন ওই অঞ্চলে এতবার ভূমিকম্প অনুভূত হলো, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। গত মাসের মধ্যে ১৬ জুলাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে সেই কম্পন মাত্রা ধরা পড়েছে ৩.৬। শুধুমাত্র লাভা প্রবাহের ফলে এতবার ভূমিকম্প হওয়া সম্ভব নয় বলেই মনে করছেন তারা।

যদিও এই বিষয় নিয়ে এখনই চিন্তিত হওয়ার কোনো কারণ দেখছেন না একদল বিজ্ঞানী। তবে এই বিষয়ে গবেষণার প্রয়োজন রয়েছে বলে মানছেন তারা। বিশ্বের এই ভূমিকম্প প্রবণ এলাকায় বছরে প্রায় ৭০০-৩০০০ বার ভূমিকম্প হয়ে থাকে। প্রতিবারই ভূমিকম্পের মাত্রা থাকে অত্যন্ত কম।