সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বন্ধ প্রাইমারি-সেকেন্ডারি স্কুল, পড়ুয়াদের স্বা’র্থে শিক্ষা দপ্তরের ব’ড়ো সি’দ্ধা’ন্ত

সোমবার থেকেই রাজ্যে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর এবার এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করলো। স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে পাঁচ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। তাকে জানানো হয়েছে এবার থেকে অনলাইনে ক্লাস নিতে হবে।

ছাত্র-ছাত্রীদের বাড়ি গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের তাদের পঠন-পাঠন সংক্রান্ত পরিস্থিতি এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার নির্দেশিকাও রয়েছে এই বিবৃতিতে। যদি অবশ্য এই নির্দেশিকাকে বাধ্যতামূলক করা হয়নি। শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে।

এছাড়াও যে সমস্ত স্কুলের হোস্টেলে রয়েছে সেগুলিকে আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রী যদি ক্যাম্পাস থেকে বের হতে না পারেন বা অনেক দূরে থাকেন, তাহলে তারা হোস্টেলে থেকে গেলে তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। মিড ডে মিল প্রক্রিয়া চলবে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকাতে।

স্কুলের তরফ থেকে বই-খাতা তুলে দেওয়া হবে অভিভাবকদের হাতে। 15 থেকে 18 বছর বয়সে ছাত্র-ছাত্রীদের ভ্যাক্সিনেশন দেওয়া হবে স্কুলগুলিতে। উল্লেখ্য গত বছর স্কুল বন্ধ হওয়ার কারণে বহু পড়ুয়া স্কুলছুট হয়ে যায়। এবার যাতে তেমনটা না ঘটে সেজন্য শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রীদের অসুবিধা বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।