সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে খা’টো মানুষ হিসেবে ওয়ার্ল্ড রে’ক’র্ড, মোবাইল ব্যবহার করতেও হয় খু’ব অসু’বি’ধা

বিশ্বের সবথেকে ছোট মানুষ যিনি ইতিমধ্যেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তকমা পেয়েছেন। ইরানের আফসিন ইসমাইল গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সব থেকে ছোট মানুষের মুকুট জিতেছেন। ইসমাইলের দৈর্ঘ্য দুই ফুট ১.৬ ইঞ্চি অর্থাৎ ৬৫.২৪ সেন্টিমিটার।

এর আগে এই খেতাব জিতেছেন কলম্বিয়ার এডওয়ার্ড নিনো, যার বয়স ৩৬ বছর এবং যার দৈর্ঘ্য ছিল মাত্র ৭২ সেমি। আফসিনের মোট দৈর্ঘ্য এডওয়ার্ডের থেকে ৭ সেমি কম। আফ সিনের উচ্চতা মাপা হয় গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর দুবাই অফিসে।

আফসিন যখন জন্মে ছিল তখন তার ওজন ছিল ৭০০ গ্রাম অর্থাৎ প্রায় ৬.৫ পাঁচ কেজি। উচ্চতার কারণে আফসিনের জীবন এবং বয়স সমবয়সীদের থেকে সম্পূর্ণভাবে আলাদা। উচ্চতার কারণে আফসিন স্কুলেও যেতে পারেনি, এমনকি পড়াশোনাও করতে পারেনি।

আরো খবর: ফো’ন না থাকলেও চলবে, লাগবে না কা’র্ড! হাতেই বারকোডের ট্যা’টু করালেন যুবক

সম্প্রতি তিনি নিজের নাম লিখতে শিখেছেন। আফসিন জানান, মানানসই পোশাক যোগাড় করাটা তাঁর কাছে সব থেকে বেশি চ্যালেঞ্জের। তাকে তিন বছর শিশুর পোশাক পড়তে হয়, কিন্তু সেসব পোশাকের ধরন তাঁর বয়সের সঙ্গে একদমই মানায় না।


আফসিনের মা- বাবার আগে দুটি সন্তান ছিল যারা বর্তমানে নেই, তবে শেষের দিকে আফসিনের জন্ম হওয়াতে তারা খুব খুশি ছিলেন কিন্তু কিছুদিন পরে তারা জানতে পারলেন যে আফসিন জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত এবং তিনি এতটাই ছোট থাকবেন সারা জীবন। আফসিন এতটাই ছোট যে তার কাছে মোবাইল ব্যবহার করাটাও বেশ সমস্যা জনক।