সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যে সব ধরণের ক্যা’ন্সা’রে বেশি আ’ক্রা’ন্ত হতে হয় মহিলাদের

প্রতি বছর প্রায় কয়েক লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হন এবং মারা যান। ক্যান্সার এখন যেকোনো বয়সেই মানুষের শরীরে বাসা বাঁধতে পারে। তবে সমীক্ষা অনুযায়ী মহিলাদের শরীরে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। তবে তার মানে এই নয় পুরুষরা সম্পূর্ণভাবে সুরক্ষিত। তবে কিছু কিছু ক্যান্সার রয়েছে যেগুলি শুধুমাত্র মহিলাদের হওয়ার আশঙ্কা থাকে। আজ সেই সব ক্যান্সার সম্পর্কে আমরা জেনে নেব বিস্তারিত।

ফুসফুসের ক্যান্সার: ধূমপান করলে ফুসফুসের ক্যান্সার হয় এমন কথা কিন্তু ভুল নয় তবে মহিলারা নিয়মিত ধূমপান করলে এই আশঙ্কা আরো বেশি বেড়ে যায়।

স্ত’ন ক্যান্সার: মনে করা হয় প্রত্যেকদিন প্রায় কয়েক হাজার মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। বিভিন্ন কারণে হতে পারে এই স্তন ক্যান্সার। শারীরিকভাবে ফিট না থাকলে এবং স্থুলতা থাকলে এই ক্যান্সারে ঝুঁকি অনেকাংশ বেড়ে যায়।

আরো খবর: ১৮,০০০ কোটি টা’কা’র ঋণ নিচ্ছে TATA গ্রুপ, কোন ব্যাংক দি’চ্ছে লো’নের সুবি’ধা?

ম’লা’শয়ে’র ক্যান্সার: মহিলারা স্তন ক্যান্সারের পর সবথেকে বেশি আক্রান্ত হন মল ক্যান্সারে। এই ক্যান্সার প্রাথমিকভাবে ধরা পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রেই অনেক পরে ধরা পড়ে এই রোগ। শারীরিকভাবে সুস্থ থাকলে তবে এই ক্যান্সার থেকেই দূরে থাকা যায়।

জ’রা’য়ু মুখের ক্যানসার: এই ক্যান্সারেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি মহিলাদের ক্ষেত্রে। প্রতিবছর কয়েক লক্ষ নারী এই ক্যান্সারে আক্রান্ত হন। ৩৫ থেকে ৪৪ বছর বয়সীরা এই ক্যান্সারে বেশি আক্রান্ত হন।

ডি’ম্বা’শ’য়ে’র ক্যান্সার: সমীক্ষা অনুযায়ী ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর হার সব থেকে বেশি মহিলাদের মধ্যে। এই ক্যান্সার থেকে সুরক্ষিত থাকতে প্রথমে উপসর্গ জানতে হবে না হলে রক্ষা পাওয়া মুশকিল।