সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চলন্ত মেট্রোর সামনে ধা’ক্কা মে’রে ফেলা হ’লো মহিলাকে, রীতিমতো ভ’য় ধ’রি’য়ে দে’বে সিসিটিভি ফুটেজ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি হাড় হিম করা ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে মেট্রো স্টেশনে এক মহিলা অন্য যাত্রীদের মতোই ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তারপর দেখা যায় যখন বিদ্যুৎ গতিতে ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে, সেই সময় এক যুবক ওই মহিলাকে পিছন থেকে ঠেলে রেল লাইনে চলন্ত ট্রেনের সামনে ফেলে দিল। তারপর

শুক্রবার এই ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি মেট্রো স্টেশনে। ভয়ঙ্কর সেই কাণ্ডের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। মহিলাটি নিজেকে সামলাতে না পেরে মেট্রোর লাইনে হুমড়ি খেয়ে পড়েন। এহেন পরিস্থিতিতে বাঁচার কথাই নয় তার। কিন্তু মেট্রোর চালকের তৎপরতায় সেই মহিলা বেঁচে যান। কারণ ফুট খানেক দূরত্বে চালক ট্রেন থামান।

সূত্রের খবর, এই ঘটনায় অল্প আহত হয়েছেন ওই মহিলা। আচমকা ট্রেনের গতিরুদ্ধ করার কারণে মেট্রোর চালকও আহত হয়েছেন। তবে দু’জনকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভরতি করা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়াও হয়। ব্রাসেলস ইন্টারন্যাশানাল ট্রান্সপোর্ট কোম্পানির মুখপাত্র গাই স্যাবলন এ প্রসঙ্গে বলেন, “চালক অত্যন্ত কুশলতার পরিচয় দিয়েছেন। তবে শক পেয়েছেন, একই অবস্থা হয়েছে ভুক্তভোগী মহিলার।”

এদিকে অভিযুক্ত যুবক ঘটনার পরেই ব্রাসলসের ওই মেট্রো স্টেশন ছেড়ে ছুটে পালালেও পরের স্টেশনেই তাঁকে ধরে ফেলে বেলজিয়াম পুলিশ। যুবককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু যুবকটি এইরকম কাজ কেন করল তার তদন্তে নেমেছে পুলিশ। তদন্ত কমিটিতে রাখা হয়েছে এক মনোরোগ বিশেষজ্ঞকেও। কারণ যুবকের কোনো মানসিক সমস্যা আছে কিনা, তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ।