সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হা’তে বিশ্বকাপ উঠতেই টা’কা’র ছড়াছড়ি! আ’রো ধনী হলেন মেসি, কত স’ম্প’ত্তি’র মালিক?

মেসির হাতে ওয়ার্ল্ড কাপ দেখার জন্য তার ভক্তরা অনেক দিন অপেক্ষা করেছে, কত ঝড় জল বিরোধীদের ঠাট্টা তামাশা উপেক্ষা করেও তাদের ফুটবলারকে সাপোর্ট করে গেছে। এবার সেই ফুটবলার তার ভক্তদের একেবারেই নিরাশ করে নি। কারণ টানা ৩৬ বছরের পর এবার নিজের দল আর্জেনটিনাকে বিশ্বকাপ জিতিয়ে দিয়েই তিনি নীল সাদা জার্সিতে মাঠ ছাড়ছে।

বিশ্বকাপ তো এখন আর্জেনটিনার ঘরে উঠে গেছে, কিন্তু এর পরে যদি বলি প্রাপ্তির কথা তাহলে কি কি সেই প্রাপ্তি সেটা এবার বলে নেওয়া যাক। সম্প্রতি ফোর্বসের তরফে জানা গেছে , ২০২১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মেসির মাঠের বাইরে ও ভেতরে আয় ছিল ১৩০ মিলিয়ন ডলার, এর মধ্যে অনফিল্ড আয় ছিল ৭৫ মিলিয়ন ডলার ও অফ ফিল্ড আয় ছিল ৫৫ মিলিয়ন ডলার।

তবে এই আয় আর আগের মতো থাকবে না, কারণ ওয়ার্ল্ড কাপ জিতে এই আয় আরও বেশী বৃদ্ধি হতে চলেছে। খেলা বাদেও তিনি ব্যান্ড এনডোর্সমেন্ট থেকে কোটি কোটি টাকা আয় করেছে। প্রাইভেট জেট, বিলাসবহুল বাড়ি, রয়েছে তার একাধিক গাড়ির কালেকশন। মেসি বিশ্বের সবচেয়ে বেশি আয় করা এথেলিট, ২০২২ সালে মেসি যে ব্র্যান্ডের সাথে কোলাব করেছেন সেখানেই চুক্তি অনুসারে ২০ মিলিয়ন ডলার তাকে দেওয়া হয়েছে।

আরো খবর: ঠান্ডার দিনে মাইগ্রেনের থেকে কিভাবে রে’হা’ই পাবেন জানুন

এবার তার অবসরের সময়েও তার ব্র্যান্ড ভ্যালু আরও অধিক হতে চলেছে। কারণ কোনো ব্র্যান্ড এখন কোনোভাবেই কার্পণ্য করবে না , তার ওপরে ঢালবে অনেক টাকা। জানা যাচ্ছে, লিওনেল মেসির সম্পত্তির পরিমাণ ৬০০ মিলিয়ন ডলার যা কিনা ভারতীয় মুদ্রায় ৪৯৫২ কোটি টাকা। এবার সেই আয় যে আরও বেশি হতে চলেছে সেটা আর নতুন করে বলার কিছু নেই।