সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেবশ্রীর স’ঙ্গে কি ফের সিনেমায় দেখা যা’বে প্রসেনজিৎকে? কি বললেন বুম্বা দা?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় – বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা বললেও কম বলা হয় তাঁকে। ইন্ডাস্ট্রিতেই কাটিয়ে দিয়েছেন কয়েক দশক। শতাধিক ছবিতে অভিনয় করে জিতে নিয়েছেন দর্শকদের মন। বেশিরভাগ ছবিই সুপারহিট।

ইন্ডাস্ট্রিতে তিনি প্রসেনজিৎ কম, বুম্বাদা নামেই বেশি পরিচিত। একাধিক নায়িকার সঙ্গে তিনি অভিনয় করেছেন। ঋতুপর্ণা থেকে শুরু করে রচনা, দেবশ্রীর সঙ্গে তাঁর জুটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

আর এঁদের মধ্যে বাস্তব জীবনে প্রসেনজিৎ প্রথম জুটি বাঁধেন দেবশ্রী রায়ের সঙ্গে।কিন্তু সেই বৈবাহিক সম্পর্ক সিনেমার পর্দার মতো সুন্দর হয়নি, ভেঙে গিয়েছিল খুব কম সময়ের মধ্যেই।

আরো পড়ুন: বাংলায় জে’ব্রা ক্রসিং-কে কি বলে? ৯৯ শতাংশ মানুষই জানেন না!

একটা সময়ে ঋতুপর্ণা সেনগুপ্ত সঙ্গে চুটিয়ে অভিনয় করতেন বুম্বাদা। তাদের জুটি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত জুটি। কিন্তু হঠাৎই তাদের সম্পর্কে শিথিলতা আসে। বহু বছর তারা একসাথে পর্দা ভাগ করে নেননি।

শেষমেষ দীর্ঘ ১৪ বছর পর নন্দিতা রায় ও শিব প্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা প্রাক্তন-এর হাত ধরে আবার বড়পর্দায় ফিরে আসে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। সিনেমাটি ভীষণ জনপ্রিয় হয়।

আর মাত্র কয়েক দিন আগে রচনা ব্যানার্জি’র দিদি নাম্বার 1-এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ নিজের সিনেমার প্রচার করার জন্য। অন্যদিকে দেবশ্রী রায় অভিনয় থেকে সরে গিয়ে রাজনীতির কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন।

কিন্তু আবার সেই ছবির টানেই গত বছর তিনি ছোটপর্দায় ফেরেন জি বাংলার সিরিয়াল সর্বজয়া-র হাত ধরে। মাঝে বেশ জনপ্রিয় হয়েছিল সেই ধারাবাহিক। কালের নিয়মে কিছুদিন আগে শেষ হয়েছে সেই ধারাবাহিক।

অহংকার, লাঠি, রক্তে লেখা, ১৯ শে এপ্রিল, আক্রোশ, মৌন মুখর ইত্যাদি একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করতে দেখা গেছে প্রসেনজিৎ-দেবশ্রী জুটিকে। তাঁদের অভিনয়ে মন্ত্রমুগ্ধ হয়েছেন দর্শকরা।

তবুও কয়েকদিন আগে যখন এক সাক্ষাৎকারে প্রসেনজিৎকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁকে দেবশ্রী রায়ের সঙ্গে ফের কবে পর্দায় দেখা যাবে? তখন এই প্রশ্নটিকে বুম্বাদা অবলীলায় অবজ্ঞা করেন এবং বলেন তাঁর মিটিং আছে। এখন আর তিনি কথা বলতে পারবেন না।

হয়তো বুম্বাদা আর নিজের অতীত মনে রাখতে চান না। তাই দেবশ্রীর প্রসঙ্গ উঠলে তিনি বারবার সেটিকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন।