সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্ত্রী বাপের বাড়ি, রাগ ভা’ঙি’য়ে আনতে হবে, সরকারি কর্মীর ছুটির আবেদনপত্র ভাইরাল

সোশ্যাল মিডিয়া, যেটা ছাড়া আমরা হয়তো এক পাও বর্তমানে চলতে পারিনা, জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া আরো বেশি বিনোদনের জায়গা হয়ে দাঁড়িয়েছে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও গুলির জন্য।

প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় নানান রকম আজব আজব ঘটনা ভাইরাল হচ্ছে ,যেগুলো আমাদের খুব হাসায়। সেরকমই সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ছুটির আবেদনপত্র। এই আবেদনপত্রে এমন বাক্য লেখা, যেগুলি পরলে সত্যিই হাসি পেতে পারে আপনারও।

স্ত্রীর সাথে ঝগড়া এবং সেই ঝগড়ার কারণে বউ বাপের বাড়িতে চলে গেছে। বাপের বাড়ি থেকে কিছুতেই আসতে চাইছেন না। বউকে আনতে যাওয়ার জন্য ছুটি প্রয়োজন এক ব্যক্তির, কিন্তু অফিস থেকে তাকে ছুটি দেওয়া হচ্ছে না। যার কারণে আবেদনপত্র জমা দিতে হল অফিস কর্তৃপক্ষকে।

আরো পড়ুন: স্বামীর পায়ের সামনে বসেছিলেন প্রণিতা, পি’তৃ’ত’ন্ত্র’কে প্র’মো’ট করার অ’ভি’যো’গ অভিনেত্রীর বি’রু’দ্ধে

সেই ছুটির আবেদন পত্রে লেখা ছিল, স্ত্রী পালিয়েছে মায়ের বাড়িতে তাই তাকে আনতে যেতে হবে। সেই কারণেই ছুটি প্রয়োজন
এই ধরনের একটি আবেদনপত্র মুহূর্তের মধ্যেই হয়ে যায় ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই আবেদনপত্রটির চিঠি শেয়ার করেছেন।

অফিস কর্তৃপক্ষকে ছুটির আবেদন করে সেই ব্যক্তি লিখেছেন,” স্ত্রীর সঙ্গে ভালোবাসা এবং প্রেম নিয়ে ঝামেলা চলছিল। আমাদের সম্পর্কে প্রায়ই ঝগড়া হয়। ঝগড়া করে আমার স্ত্রী বাপের বাড়িতে চলে গেছে আমার দুই সন্তান কেও নিয়ে চলে গেছে।

তাই মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। এখন দরকার শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে বুঝিয়ে বাড়িতে আনা। আমার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য ছুটি দরকার। দয়া করে আমাকে কিছু দিনের ছুটি দিন।”

এই ঘটনাটি কানপুরের ঘটনা এবং এই চিঠিতে লিখেছেন বাবুর শামশাদ আহমেদ। প্রথমে ছুটি পাওয়ার জন্য তিনি অন্য একটি কারণ দেখিয়ে আবেদন করেছিলেন অফিস কর্তৃপক্ষের কাছে কিন্তু তিনি ছুটি পাননি, যার ফলে অফিস কর্তৃপক্ষকে আবেদন করে সত্যি কথাটা জানাতে তিনি বাধ্য হয়েছেন। এই আবেদনপত্রের পরে অফিস কর্তৃপক্ষ তরফ থেকে তাকে ছুটি দেওয়া হয়েছে।