সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রুল পেন্সিলের মাথার উপরের অংশটি কেন কা’লো থা’কে? কখনো ভেবেছেন?

আমরা প্রতিদিন কত জিনিস ব্যাবহার করি। কোন্ জিনিস কেনো ব্যাবহার করি সেটা সকলেই জানি কিন্তু সেই বস্তু গুলোর ডিজাইন কেনো অমন করা হয়েছে সেই বিষয়ে আমরা অত গুরুত্ব দিই না। কিন্তু প্রতিটা জিনিসের আকারের একটি করে কারণ থাকে। এই যেমন বাচ্চাদের পড়াশোনার জন্য প্রথম জীবনে তাদের আমরা রুল পেন্সিল ব্যাবহার করতে দিয়ে থাকি।

এই বিষয়ে নটরাজের রুল পেন্সিল অল্প বিস্তর আমরা সকলেরই ব্যাবহার করেছি। এই পেন্সিল গুলো অনেকেরই বেশ পছন্দেরও ছিল। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই পেন্সিল টির ডিজাইন এমন কেনো। পিছনের দিকের অংশটা কালোই বা থাকে কেনো।

এই বিষয়ে যতদূর জানা গেছে তা হলো, প্রতিটা কোম্পানির নিজের বানানো প্রোডাক্ট গুলির আকৃতির উপর একটা করে কারণ থাকে। সেরকমই একটি নটরাজ পেন্সিলের আকৃতির পিছনেও একটা নির্দিষ্ট কারণ আছে, যেটা অনেকেই ডিজাইন ভেবে ভুল ভাবেন।

আরো খবর: বাংলাদেশে “পাঠান” রিলিজ হওয়া প্র’স’ঙ্গে মন খা’রা’প হিরো আলমের, বললেন বিষয়টি ল’জ্জা’জ’ন’ক

মূলত, এটিকে বিজনেস স্ট্র্যাটেজি বলা হয়। কারণ নটরাজ পেন্সিলের পিছনের দিকটা দেখে থাকবেন অনেকটা অংশ কালো রঙের থাকে। অর্থাৎ বাচ্চাদের এটা বোঝানোর চেষ্টা করা হয় যে পেন্সিল টি এবার শেষ হয়ে এসেছে এবার নতুন পেন্সিল কিনতে হবে। অনেকেই ছোট্ট অবস্থাতেও ব্যাবহার করেন।

কিন্তু বেশিরভাগ বাচ্চাই নতুন পেন্সিল নিয়ে নেন অত দুর অব্দি শেষ হলেই। আর সেই ভাবনা চিন্তা করেই ওখানের অংশটি কালো রাখা হয়েছে। আর এই আইডিয়াটা তাদের বিজনেসের ক্ষেত্রে খুব সফলতা পেয়েছে। এতে তাদের বিক্রি বেড়েছে বলে মনে করছেন কোম্পানি পক্ষ।