সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রায়ই মু’খে গোলাপ জল মাখেন? জেনে নিন কি প্র’ভা’ব পড়ছে ত্বকের উপর

গোলাপ ফুলের পাপড়ি জলে ভিজিয়ে রেখে তৈরি করা হয় গোলাপ জল। ত্বকের জন্য দারুণ উপকারী এই জল। আর সে জন্যই সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয় গোলাপ জল। তবে, শুধু আজকের দিনে নয়, রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে বহু যুগ ধরে। সব রকমের ত্বকের জন্যই উপকারী প্রাকৃতিক এই উপাদান। সব ধরনের ত্বকের সমস্যা সমাধানে, ত্বককে সিক্ত (হাইড্রেট), নরম এবং মসৃণ রাখতে সাহায্য করে গোলাপ জল। এছাড়া সৌন্দর্য বাড়াতে আর কীভাবে সাহায্য করে গোলাপ জল? জেনে নিন-

১. উত্‍সব হোক কিংবা অনুষ্ঠান, বা সাধারণ দিন, রোজকার জীবনে অল্পবিস্তর মেকআপ সকলেই ব্যবহার করে থাকেন। আপনার ত্বক তৈলাক্ত, শুষ্ক বা সেনসিটিভ, যাই হোক না কেন, মেকআপ তোলার কাজে সব রকমের ত্বকেই গোলাপ জল ব্যবহার করা যেতে পারে। এর ফলে ত্বক নরম থাকে এবং ভিতর থেকে পরিষ্কার হয়। তাই মেকআপ তোলার জন্য গোলাপ জলের সঙ্গে দু’ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে ত্বকে লাগান। মেকআপ তোলার সঙ্গে সঙ্গে ত্বক ময়শ্চারাইজও হবে।

২. ত্বকের নোংরা, ময়লা দূর করতে অনেকেই টোনার ব্যবহার করেন। টোনার হিসাবেও গোলাপ জল দারুণ কাজ করে। গোলাপ জল ত্বক পরিস্কার করার সাথে সাথে ত্বকের pH লেভেল বজায় রাখতেও সাহায্য করে। যদি এই টোনার দিনে দুবার ব্যবহার করা যায় তাহলে ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস নিমেষে ভ্যানিশ হয়ে যাবে। সব থেকে বড় কথা, রাসায়নিক যুক্ত টোনারের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করলে ত্বক সুস্থ দেখায়।

৩. গোলাপ জলে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকে। এটি ব্রণ এবং তার দাগ থেকে ত্বককে রক্ষা করে।

৪. গোলাপ জলে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান থাকে। সারা বছর ত্বককে সুস্থ ও আর্দ্র রাখতে গোলাপ জল খুবই দরকারি।