সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রহস্যময় মরুভূমি! হেঁটেই পার হতে পারবেন, গরমের ব’দ’লে হয়ে থাকে তুষারপাত

মরুভূমি বলতে আমরা সবাই যা বুঝি তা হলো যেদিক তাকাও না কেনো ধূ ধূ প্রান্তর আর শুধু মাত্রই বালিরাশি এক ফোঁটা জলের দেখা সেখানে নেই এমন এক জায়গা আর ভীষন উষ্ণ ও শুষ্ক। আর কোথায় মরুভূমি আছে ভাবলেই সবার আগে মনে আসে রাজস্থানের থর মরুভূমির কথা। এছাড়াও সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে, আর থর মরুভূমি শুধুমাত্র আমাদের দেশে। উত্তপ্ত বালির সঙ্গে গরম পরিবেশ গোটা মরুভূমি জুড়ে।

কিন্তু এটা অনেকেই জানেন না যে, পৃথিবীতে এমন একটি মরুভূমি আছে, যেটি এত ছোট যে এটি মাত্র কয়েক ধাপেই পার হয়ে যাওয়া যায়। এটি বিশ্বের সবচেয়ে ছোট মরুভুমি। এই মরুভূমির নাম কারক্রস মরুভূমি এবং এটি কানাডার ইউকনে অবস্থিত। সাধারণত মরুভূমি দেখলে দূর-দূরান্ত থেকে শুধু বালি দেখা যায়, তবে এই মরুভূমিটি খুব ছোট।

এখানে হাঁটতেও কোন ক্লান্তি নেই বা পার হওয়ার আগে ভাবতে হবে না যে এটা শেষ করতে খুব কষ্ট হতে চলেছে। কারণ এর আয়তন মাত্র এক বর্গমাইল।এটি এমন নাম হওয়ারও একটি কারণ রয়েছে। এই মরুভূমির কাছে একটি গ্রাম রয়েছে যার নাম কারক্রস। ওই গ্রামের নাম অনুসারেই এই মরুভূমির নাম হয়। এই গ্রামটি ৪৫০০ বছর আগে মানুষে পরিপূর্ণ ছিল বলে লোক মুখে জানা যায়। আজও এখানে মানুষের বসবাস রয়েছে।

আরো খবর: সুকন্যাকে দিল্লিতে ডেকে পা’ঠা’লো ইডি, মেয়েকে বাবার সামনে বসিয়ে জে’রা করা হ’তে পারে

তবে এই মরুভূমি হয়ে উঠেছে ধাঁধার মতো। এটি অত্যন্ত উচ্চতায় উপস্থিত এবং এখানকার তাপমাত্রা অন্যান্য মরুভূমির তুলনায় অনেক কম থাকে। এখানে শীত কালে তুষারপাত অব্দি হতে দেখা যায়। এই জায়গাটি অন্যরকমই আকর্ষণীয় বলে এখানে প্রচুর সংখ্যক পর্যটক এসে পৌঁছান।

এই জায়গাটি বিশেষ করে অ্যাডভেঞ্চার স্পোর্টস উৎসাহীদের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। তবে একটা প্রশ্ন থেকেই যায় এত ছোট মরুভূমি কিভাবে গঠিত হল? কেউ এই ধাঁধার সমাধান করতে পারেনি যে এত ছোট মরুভূমি কীভাবে তৈরি হল। জানা যায়, এখানে অনেক বছর আগে একটি হ্রদ ছিল, সেটা শুকিয়ে গেলে মরুভূমিতে পরিণত হয়।

অন্যদিকে বালুকাময় বাতাসের কারণে এখানে মরুভূমির সৃষ্টি হয়েছে বলে কেউ কেউ মনে করেন। তবে সঠিক ভাবে কেউ এর কারণ খুঁজে পায়নি। এমনকি বিজ্ঞানীরাও এর সঠিক কারণ খুঁজে বের করতে পারেননি। তবে এর পেছনে কারণ যাই হোক না কেন, জায়গাটি মানুষ পছন্দ করেন এর সৌন্দর্যের জন্য।