সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুকন্যাকে দিল্লিতে ডেকে পা’ঠা’লো ইডি, মেয়েকে বাবার সামনে বসিয়ে জে’রা করা হ’তে পারে

শিক্ষক নিয়োগ দুর্নীতির জাল যে কত দূর ছড়িয়ে রয়েছে ,তার নাগাল পেতে কার্যত হিমশিম খেতে হচ্ছে ED ও সিবিআই কে । অন্যদিকে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।অনুব্রতকে আজ ১০ মার্চ পর্যন্ত ইডির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।

বিচারক রাকেশ কুমার মঙ্গলবার মধ্যরাতে অনুব্রতর মামলার শুনানি করেন। বিচারকের বাড়িতেই শুনানি হয় রাত ১২ টার পর। সেই শুনানি শেষে কেষ্টকে ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।আজ আবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রতকে আরও ১১ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল।

এ বার দিল্লিতে তলব করা হল বীরভূমের জেলা তৃণমূল সভাপতির কন্যা সুকন্যা মণ্ডলকেও। সুকন্যা, অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ আরো ১১ জনকে তলব করা হয়েছে বলে খবর ইডি সূত্রে।

আরো খবর: ১০ দিনের মধ্যে চাকরি দি’তে হবে, নি’র্দে’শ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

সূত্রে খবর, গরু পাচারের টাকা কোথায় গেল, সেই সংক্রান্ত বিষয়ে এখনও অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। গরু পাচার মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে যে তথ্য রয়েছে, তার ভিত্তিতে তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

চক্রের ‘মাথা’ এনামুল হক, দেহরক্ষী সেহগাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য ও নথি পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেই অনুব্রত ও তার মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।