সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মো’ট জনসংখ্যার বেশিরভাগ মানুষই বা-হা’তে ঘড়ি পড়েন কেন? কি কারণ র’য়ে’ছে?

এই পৃথিবীতে একটা গাছের পাতাও অকারণে নড়ে না। তাই প্রতিটা কাজেরই একটা কারণ থাকে। আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা বেশিরভাগ মানুষ অনেক এমন বিষয় আছে যেটা না জেনেই সেই কাজ করে থাকি। আচ্ছা আপনি কোন হাতে ঘড়ি পড়েন? সম্ভবত বাঁহাতে। বেশিরভাগ মানুষ বাহাতেই পরেন।

এবার মজার বিষয় হলো কেনো বাঁ হাতেই পড়েন সেটা জানেন কি? অনেকে পড়তে হয় মনে করেই পরে থাকেন কিন্তু এর পিছনে অবশ্যই একটা কারণ আছে আর সেটি হলো প্রত্যেকটা ডান হাতি মানুষের পক্ষে বাঁহাতে ঘড়ি দেখতে সুবিধে হয়। কারণ চোখের গতিবিধি অনুযায়ী বাঁ হাতে ঘড়ি পরলে সহজে সময় দেখা সম্ভব।

ডান হাতে ঘড়ি পরলে, কাজ করতে করতে যদি সময় দেখার প্রয়োজন পরে, তাহলে কাজ থামিয়ে তা করতে হবে। সেটা অনেক বেশি সমস্যার হবে। আর সেই ঘড়ি যদি স্মার্ট ওয়াচ হয় তাহলে তো বাঁ হাতে অবশ্যই পড়তে হবে। কারণ এই ঘড়ি অপারেট করতে আরেকটি হাতের প্রয়োজন হয়।

আরো পড়ুন: বাড়িতে কি সাপের আনা’গো’না প্রায়শই? এই গাছ লাগালে না’কি ফিরেও তা’কা’বে না সাপ!

তাই বেশির ভাগ মানুষ বাঁ হাতেই ঘড়ি পড়তে পছন্দ করেন। পরিসংখ্যান অনুযায়ী জানা যায় যে, বিশ্বের মোট জনসংখ্যার সিংহভাগই বাঁহাতে ঘড়ি পরে থাকে। আর মজার বিষয় হলো বেশিরভাগই জানেন না কেন এমনটা করে থাকেন তাঁরা। তবে এবার কিন্তু তা আর অজানা নয়৷ মূলত নিজেদের সুবিধার জন্যই এভাবে ঘড়ি পড়া হয়ে থাকে ।