Home অফবিট বাড়িতে কি সাপের আনা’গো’না প্রায়শই? এই গাছ লাগালে না’কি ফিরেও তা’কা’বে না...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়িতে কি সাপের আনা’গো’না প্রায়শই? এই গাছ লাগালে না’কি ফিরেও তা’কা’বে না সাপ!

আমাদের জীব জগতে শুধু মানুষ নয় পশু, পাখি, সরীসৃপ এই সমস্ত নিয়েই আমাদের পৃথিবী। এর মধ্যে অনেক পশু রয়েছেন যারা গৃহপালিত ও কোনো ক্ষতি কারো করে না। কিন্তু বেশিরভাগ পশুই ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। হাতি থেকে শুরু করে বাঘ সিংহ তো আছেই। কিন্তু এরা হিংস্র হলেও এদের বাসস্থানে না গেলে এরাও বেরিয়ে এসে কামড়াতে খুব একটা আসে না।

কিন্তু বাড়িতে থাকলেও যে সমস্ত জীবদের নিয়ে চিন্তায় থাকতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে সাপ। এই সাপ আমাদের জীব জগতের অংশ হলেও এর বিষ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আর তাই এই প্রাণীটির থেকে অনেক সাবধানে থাকতে হয় মানুষকে। বাড়ির মধ্যে যাতে সাপ ঢুকতে না পারে তার জন্য অনেকেই অনেক সাবধান হয়।

কেও কার্বলিক অ্যাসিড বাড়ির পাশে রেখে দেয়। কেউ আবার নানা রকম গাছ লাগাই। অনেকেই মনে করেন যে এই গাছ গুলি বাড়িতে থাকলে কোনো সাপ বাড়িতে আসবে না। আসুন জেনে নেওয়া যাক কি কি গাছ বাড়িতে সাপ ঢোকা থেকে প্রতিরোধ করবে।

১. অনেকেই মানেন যে সর্পগন্ধা গাছ সাপ তাড়াতে খুবই ভালো। বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও এই গাছ থাকলে বাড়িতে কোনো সাপ আসে না বলে মনে করেন অনেকেই।

আরো পড়ুন: শুধু ঘুমিয়ে থেকেই মাসে আ’য় করেন ২৮ লক্ষ, জাগাতে পারলেই দিতে হবে ৩০ হাজার টা’কা

২. সোসাইটি গার্লিক। এটি মূলত ঘাসের মতো দেখতে। এক ফুট মতো লম্বা হয় এই গাছ। সোসাইটি গার্লিক বাড়িতে থাকলে নাকি সাপ কাছে ঘেঁষে না।

৩. অনেকেই রসুন গাছ বাড়িতে লাগিয়ে রাখেন যাতে সাপ না আসে।

৪. মগবোর্ট বলে একধরনের গাছ দেখতে পাওয়া যায়। এই গাছ বারো মাস দেখা যায়। অনেকে বলেন, সাপ নাকি এই গাছ পছন্দ করে না। তাই এই গাছ থাকলে সাপ কাছেপিঠে আসে না।

৫. শুধু তাই নয় এমন ঘাসও রয়েছে যেটা থাকল সাপ আসে না। তেমনই একটি গাছ হলো লেমন গ্রাস। এই একটি ঔষধি গাছ। তবে এই গাছ বাড়িতে থাকলে নাকি সাপ আসে না!