সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন দাঁড়িয়ে থা’কা গাড়ির চাকায় কুকুর প্র’স্রা’ব করে? কি উত্তর দে’বে’ন আপনি?

প্রায়ই চোখের সামনে ঘটতে দেখা যায় যে গাড়ির চাকায় কুকুরেরা মূত্রত্যাগ করে৷ কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন এমনটা করে তারা?

ভালো করে লক্ষ্য করে দেখবেন রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি দেখলেই সেখানে উপস্থিত হয় কুকুর এবং পা তুলে চাকায় প্রস্রাব করে৷ এর পিছনে কি যুক্তি রয়েছে তা জানতে সারমেয়দের উপর করা হয় একটি সমীক্ষা৷ আর সেখান থেকে পাওয়া যায় এর উত্তর।

বনি ভি বেভার তাঁর বই ক্যানাইন বিহেভিয়ার, ইনসাইটস অ্যান্ড আনসারস-এ জানিয়েছেন যে মূত্রত্যাগের সময় ৬৮ শতাংশ স্ত্রী সারমেয় স্কোয়াট পজিশনে বসে৷ যদিও ৯৭ শতাংশ পুরুষ সারমেয় চিরাচরিত প্রথায় মূত্রত্যাগ করে৷

আরো পড়ুন: সরকারি সুবিধার লো’ভে নিজের স্ত্রীকেই পুনরায় বি’য়ে যুবকের! শ্রীঘরে ছাত্রনেতা

এইভাবে কোনো টায়ার বা পোলে মূত্র ত্যাগ করে তারা নিজস্ব চিহ্ন রেখে যায়৷ আর সেই বার্তাই ছড়িয়ে পড়ে অন্য কুকুরদের কাছে৷ ফলে সেই কুকুররা এই একই পথ বেছে নিয়ে জড়ো হয়ে একই জায়গায় মূত্রত্যাগ করে৷

এখান থেকে আরও জানা যায় সারমেয়রা কোন সমানতলে প্রস্রাব করতে পছন্দ করে না কারণ সমানতলে প্রস্রাব করলে সেই গন্ধ বেশিক্ষণ পাওয়া যাবে না৷ আর লম্বা কোনো জায়গায় তা যেহেতু বেশিক্ষণ থাকে তাই সেইসব জায়গাই তাদের বেশি পছন্দের৷

এক্ষেত্রে গাড়ির চাকায় সেই গন্ধ বা দুর্গন্ধ অনেকক্ষণ থাকা সম্ভব৷ তাছাড়া গাড়ির চাকা যতটা উঁচু, তত পর্যন্ত কুকুরে নাকও খুব সহজেই পৌঁছায়৷ ফলে সেই গন্ধ অন্য সারমেয়রাও অনুসরণ করতে পারে৷

এছাড়া অন্য একটি কারণও রয়েছে৷ চাকা যে রবার দিয়ে তৈরি হয়, সেই রবারের গন্ধে কুকুররা আকর্ষিত হয়৷ কারণ রবারের গন্ধ পছন্দ করে সারমেয়রা৷ ফলে সুযোগ পেলেই গাড়ির টায়ারের সামনে তারা চলে আসে এবং মূত্রত্যাগ করে৷