সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হটাৎ করেই লেবুর দা’ম এ’তো বা’ড়’লো কেন? জানুন আসল কারণ

বর্তমান সময়ে দেশের বিভিন্ন রাজ্যের সবজির দাম অত্যধিক বৃদ্ধি পেয়েছে।কিন্তু তার মধ্যেও যেটা অবাক করা বিষয় সেটা হলো হঠাৎ করে লেবুর দাম বৃদ্ধি । কেন এত বৃদ্ধি পেল লেবুর দাম?

আসলে জানা যাচ্ছে, দেশের যেসব রাজ্যে সব থেকে বেশি উৎপাদন হয় সেই সব জায়গায় লেবু র অনেকটাই ক্ষতি হয়েছে।তাছাড়া অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে ঝড়ো হাওয়া ও তার সাথে বৃষ্টি।

লেবুর প্রচুর পরিমাণে ফুল ঝরে পড়েছে। যে কারণে চাহিদা অনুযায়ী লেবু উৎপাদন হয়নি।  লক্ষ্য করলে দেখা যাবে লেবুর চাহিদা প্রায় সারা বছরই থাকে, যেটা গরম আসার সাথে সাথে আরও অনেকটাই বৃদ্ধি পায়।

আরো পড়ুন: এপ্রিল মাসেই বেতন বাড়ছে, ৫০ হাজার কর্মীদের উদ্দেশ্যে বা’র্তা দি’লো Infosys

তবে এই দামের বৃদ্ধির ফলে শুধু ক্রেতারা নয় সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরাও। তাই চাহিদা অনুযায়ী জোগান কম।

আর তার কারণেই লেবুর এত মূল্যবৃদ্ধি। এটা অবশ্য নতুন নয় প্রতি বছরই কোনো না কোনো সবজি কিংবা ফলের দাম আকাশছোঁয়া বৃদ্ধি পায়। করোনা কালে পেঁয়াজের দাম বিপুল বৃদ্ধি পেয়েছিল এবার লেবু।

তবে শুধু লেবুর ফলন কমের জন্য লেবুর দাম বৃদ্ধি নয়, একদিকে উৎপাদন কম ও একদিকে পরিবহণ খরচও বেশী। কারণ পেট্রোল ডিজেলের দাম আকাশছোঁয়া।

এই পরিবহণ খরচের জন্যও এখন সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে।একদিকে লেবুর ঘাটতি ও পরিবহণ খরচ বৃদ্ধি সবমিলিয়ে লেবু এখন ধরাছোঁয়ার বাইরে।