সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন বাড়ি-দোকানের দরজায় ঝো’লা’নো হয় লঙ্কা ও লেবু? আছে কি বৈজ্ঞানিক ব্যা’খ্যা?

অনেক সময় দেখবেন কোন গাড়ির পেছনে অথবা দোকানের সামনে লেবু লঙ্কা সুতো দিয়ে ঝুলিয়ে রাখা হয়। এমন করার কারণ হলো আমরা অনেকেই বিশ্বাস করি লেবু লঙ্কা ঝুলিয়ে রাখলে যে কোনো অশুভ দৃষ্টি থেকে সরে থাকা যায়।

কিন্তু এ তো গেল সংস্কারের কথা। এর পেছনে অন্য একটি কারণ রয়েছে চলুন সেটা আজ আলোচনা করে নেওয়া যাক। বহু বছর ধরে এই সংস্কার মেনে চলছি আমরা। অনেকেই মনে করেন এই লেবু লঙ্কা অত্যন্ত শুভ।

তাই এগুলো একসঙ্গে জড়িয়ে রাখলে কোন অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বাড়িতেই অথবা অন্য কোন ব্যবসায়। কিন্তু এই সবকিছুর নেপথ্যে রয়েছে অন্য একটি কারণ।

আরো পড়ুন: পোস্ট অফিসের এই Account গুলোতে ১ এপ্রিল থেকে মি’ল’বে না ন’গ’দে সুদ

লেবু লঙ্কা এমন দুটি উপাদান যেগুলি দিকে তাকালে সঙ্গে সঙ্গে সেগুলি মনে পড়ে যায় ফলে আমাদের জীব থেকে লালা মিশ্রিত হতে শুরু করে দেয়। লেবু এবং লঙ্কার যেখানে ঝুলিয়ে রাখা হয় সে দিকে আমাদের নজর যায় না কারণ লেবু লঙ্কা আমাদের দৃষ্টি আকর্ষণ করে নেয়।

লেবু এবং লঙ্কা দুটোরই করা গন্ধ রয়েছে যার ফলে মশা বা মাছি কোন জায়গায় প্রবেশ করতে পারে না। তাই দরজার মুখে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখলে নানা ধরনের পোকা মাকড় থেকে রক্ষা পাওয়া যায়।

বাস্তুশাস্ত্র মতে দরজার সামনে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখা ভালো কারণ এতে ঘরের বাসিন্দাদের মঙ্গল হয়। এতকিছুর পরেও যদি আপনি মনে করেন লেবু লঙ্কা ঝুলিয়ে রাখলে নজর কেটে যায় তাহলে অবশ্যই লাগাতে পারেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত।