সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেলের খেলা কে কে দেখেননি? অসম্ভব সুন্দর ভিডিও প্র’কা’শ করলো FIFA

পেলের মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা ফুটবল জগত। সেই সঙ্গে বিষাদে ভারাক্রান্ত স্যান্টস ক্লাব। শুধুমাত্র একটি মুকুটের গ্রাফিক্স তারা টুইটারে শেয়ার করেছে এছাড়া আর কিছুই লেখেনি। সেই ছবির উপরে লেখা ছিল চিরন্তন। ১৯৫৬ থেকে ১৯৭৪ এতগুলো বছর স্যান্টোসে খেলেছেন পেলে। ৬৩৬টি ম্যাচেই ৬১৮ টি গোল করেছেন তিনি।

ফুটবল সম্রাটের এই প্রয়ানে কালো অন্ধকার নেমে এসেছে ক্লাবে। জাদুকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফিফা উয়েফা। আজ তারা একটি ভিডিও প্রকাশ করে পেলের অদেখা কিছু ছবি পোস্ট করেছেন সেই সঙ্গে তার ব্যক্তিগত সাক্ষাৎকার জুড়ে দেওয়া হয়েছে সেই ভিডিওর সঙ্গে।

পেলে একমাত্র মানুষ যিনি তিনবার ফিফা বিশ্বকাপ জিতেছেন সেই কিংবদন্তিকে প্রণাম। এছাড়াও ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে instagram এ জাদুকরের একটি ছবি পোস্ট করে লেখা ছিল আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত সমবেদনা রয়েছে তোমার পরিবারের প্রতি।

আরো খবর: ১২ লক্ষ টা’কা খ’র’চে নিজেকে কুকুরে পরিণত করলেন যুবক, ভিডিও না দেখলে চ’র’ম মি’স!

ফিফার সভাপতি ইনফানিন্ত জানিয়েছেন যারা এই খেলাটাকে ভালোবাসেন তারা কখনোই চাননি এই দিনটা আসুক। পেলের মৃত্যুতে শোকোস্তব্ধ কনমেবল। লাতিন আমেরিকা ফুটবল কনফিডেশনের তরফ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। লাতিন আমেরিকাকে বিশ্ব শ্রেষ্ঠ করবার জন্য তোমাকে ধন্যবাদ তুমি আজীবন হৃদয় জ্বলজ্বল করবে।

ফুটবলের বিশ্বকাপে প্রথম সুপারস্টার এবং ফুটবলকে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় করে তোলার পিছনে তোমার অবদান অনস্বীকার্য। এই সুন্দর লেখাকে অপূর্ব করে তোলা তোমার অন্যতম কিংবদন্তি। বিদায় পেলে তোমায় কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়। দেশ ছাড়িয়ে বিদেশ সর্বত্র আজ শোকের আবহাওয়া।