সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সবথেকে ভা’রী মাছ কোনটি? কত ওজন হ’তে পা’রে?

খবরের শিরোনামে প্রত্যেকদিন এই পৃথিবীর বিভিন্ন রকম দিক উঠে আসে। সম্প্রতি এরকমই একটি খবর খবরের শিরোনামে উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে আশ্চর্যরকম সামুদ্রিক মাছ। বলতে গেলে সমুদ্রে বিভিন্ন রকমের প্রজাতির সামুদ্রিক প্রাণীর হদিশ পাওয়া যায় যার বৈশিষ্ট্য আলাদা আলাদা রকমের হয়। অনেকেই জানেন যে সমুদ্রের সব থেকে বড় মাছ হলো তিনি হাঙ্গর তবে কি জানেন যে আসলে সমুদ্রের সব থেকে বড় মাছ কোনটি? না জেনে থাকলে এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা সেটার উত্তর পেয়ে যাবেন।

পৃথিবীর সব থেকে ভারী মাছ দৈত্য আকৃতির। খবর সূত্রে জানা গেছে যারা ওজন প্রায় ২,৭৪৪ কেজি। মাছটি দেখে ভয় পাওয়ার মতো হলেও কিন্তু একদমই স্বাভাবিক। ৩ মিটার দৈর্ঘ্যের এই সামুদ্রিক মাছটি হলো সানফিস প্রজাতির। মাছটি মোলা নামেও পরিচিত। এই মাছটির তিনটি প্রজাতি সমুদ্রে পাওয়া যায় এই তিনটি প্রজাতি হলো ওশান সানফিশ, জায়ান্টস সানফিশ, হুডউইঙ্কার সানফিস্ট।

এই মাছটিকে প্রথম পাওয়া যায় ২০২১ সালের ডিসেম্বর মাসে পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের দ্বীপের কাছে মৃত অবস্থায় মৃত মাছটির দৈর্ঘ্য ছিল ৩.৫৯ মিটার এবং ওজন ছিল ২,৭৪৪ কেজি। তবে খবর সূত্রে জানা যায় সমুদ্রের সব থেকে ভারী মাছ মোলা আলেকজান্দ্রিনি পাওয়া গিয়েছিল জাপানের কামোগাওয়াতে ১৯৯৬ সালে।

তবে বর্তমানে যে মাছটির হদিস পাওয়া গেছে তা আগের মাসের তুলনায় প্রায় আধা টন বেশি ভারী যার ওজন প্রায় ২,৭০০ কেজি। এই মাছটিকে নিয়ে বর্তমানে গবেষণা চলছে গবেষকদের মতে, এই মাছটির মাথায় নৌকা বা বোটের ধাক্কা লাগে যার ফলে তার মৃত্যু হয়।