সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেশি মাছ খে’লে না’কি ত্বকের ক্যান্সার হতে পা’রে! আ’শ’ঙ্কা প্র’কা’শ বিজ্ঞানীদের

কথায় আছে, মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালি চলে না। তবে মাছ নিয়ে একটা আশঙ্কার কথা শুনলে অবাক হয়ে যাবেন। বিজ্ঞানীদের মতে, সেই মাছই নাকি ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে মেলানোমা নামক ত্বকের ।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষকেরা অন্তত এমনটাই দাবি করেছেন। গবেষণা প্রকাশিত হয়েছে, সপ্তাহে দুই বা তার বেশি বার মাছ ও সামুদ্রিক খাবার খেলে ত্বকের ক্যানসারের আশঙ্কা ২২ থেকে ২৮ শতাংশ বেড়ে যেতে পারে ।

এই গবেষণাটি মোট ৪৯১,৩৬৭ জনের উপর চালানো হয়। এদের মধ্যে প্রায় ৫০০০ জন আগে থেকেই ম্যালিগন্যান্ট মেলানোমাতে আক্রান্ত ছিলেন।

আরো পড়ুন: এই মডেলের শ’খ ডিম পাড়া, শরীরে মুরগির ডিম ঢু’কি’য়ে মহা ফ্যা’সা’দে পড়েছেন এই তরুণী

গবেষণা চলাকালীন আরও প্রায় ৩০০০ জনের দেহে খুঁজে পাওয়া যায় এই ক্যানসার। বিজ্ঞানীরা মাছ ছাড়াও সেলফিশ, কড, চিংড়ি ও কাঁকড়ার মতো সামুদ্রিক প্রাণী খাওয়ার অভ্যাসও খতিয়ে দেখেন।

আবার তাঁরা নিজেরাই জানিয়েছেন, এখনও এই ব্যাপারে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন। তাই গোটা বিষয়টিকে এখনই সত্যি বলে দাবি করছেন না বিজ্ঞানীরা।