সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন কোথায় অবস্থান করছে “মোকা”? নয়া আপডেট IMD-র

যেমন কথা তেমন কাজ , আবহাওয়া দপ্তর আগের থেকেই জানিয়েছিল, গতকাল মঙ্গলবার গভীর নিন্মচাপ সৃষ্টি হয়েছিল, আর তার প্রভাব ইতিমধ্যেই পরতে শুরু করেছে। তবে নিন্মচাপ বঙ্গোপসাগিরের একই জায়গায় অবস্থান করছে, গতকাল এর অবস্থান যদি দেখা যায় তাহলে লক্ষ্য করা যাবে যে, আন্দামানের পোর্ট ব্লেয়ারের থেকে অনেকটাই পশ্চিমের দিকে ছিল।

আজ সন্ধ্যা নাগাদ এখানেই নাকি ঘূর্ণিঝড় মোখা তৈরী হতে চলেছে। আর তারপরেই শুরু হয়ে যাবে তান্ডব। আগাম জানা যাচ্ছে, এই ঘূর্ণিঝড় নাকি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে। অন্ধ্র ও ওড়িশা উপকূল বরাবর থেকে সেটি নাকি বাঁক নেবে উত্তর পূর্ব দিকে।

এর পরেই সেটা ১৪ মে দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও মায়ানমার হয়ে স্থলভাগে আছড়ে পরবে। হাওয়া অফিস যা জানাচ্ছে, এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে চলেছে ১৬০ কিমি, এদিকে বঙ্গোপসাগরের ওপর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় ১০০ কিমির বেশী জোড়ে হাওয়া বইবে বলেও জানা যাচ্ছে।

আরো খবর: বাংলাতেই আ’ছে রবি ঠাকুরের মন্দির, পুজো হয় প্রতিদিন, হয় প্রসাদ বিতরণ

সন্ধ্যার দিকে এই ঝোড়ো হাওয়া আর বেশী গতিবেগে বইবে যা ১৫০ কিমি প্রতি ঘন্টা বেগে বইবে। আগামীকাল অর্থাৎ ১১ মে অন্ধ্র ও ওড়িশা উপকূলে আছড়ে পরবে।


এরপরে ১২ মে ঘূর্ণিঝড় ওড়িশা উপকূলের আরো কাছ দিয়ে বেরিয়ে যাবে। পশ্চিমবঙ্গের উপকূলে এর প্রভাব তেমন একটা পরবে না বলেই জানা যাচ্ছে। তবে সমস্ত উপকূলের রাজ্য গুলোকে ইতিমধ্যেই সতর্কবার্তা দেওয়া হয়েছে।