Home রাজ্য বাংলাতেই আ’ছে রবি ঠাকুরের মন্দির, পুজো হয় প্রতিদিন, হয় প্রসাদ বিতরণ

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলাতেই আ’ছে রবি ঠাকুরের মন্দির, পুজো হয় প্রতিদিন, হয় প্রসাদ বিতরণ

গতকাল ছিল ২৫ শে বৈশাখ। বাঙালির কাছে দিনটির গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না।প্রতি বছর আজকের দিনে উদযাপিত হয় রবীন্দ্র জয়ন্তী। ১৬২ তম জন্মবর্ষিকীতে সারা দেশ তাকে স্মরণ করেছে।

তার সৃষ্টির জাদুতে এখনও মন্ত্রমুগ্ধ হয়ে রয়েছে বিশ্ববাসী। তিনি সাধারণ মানুষ ছিলেন না,তিনি মহামানব। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কি দেবতা বলা যায়?

শিলিগুড়ির ঠাকুরনগরে একটি মন্দিরে দেবতারূপে পূজিত হন রবীন্দ্রনাথ। তাঁর মূর্তি বসানো রয়েছে ওই মন্দিরে। স্থানীয়দের বিশ্বাস রবি ঠাকুর তুষ্ট হল জ্ঞান বিদ্যা বুদ্ধি বাড়ে।

আরো খবর: আজ বুধবার, ভগবানের কৃপায় দিনটি কেমন কাটবে আপনার দেখে নিন, রইলো রাশিফল (10.05.2023)

প্রায় ২০ আগে ঠাকুরনগরে মন্দিরটি তৈরি করেন স্থানীয় এক বাসিন্দা শরৎচন্দ্র দাস। স্থানীয়রা জানিয়েছেন স্বপ্নাদেশ পেয়েই নাকি এই মন্দির তৈরি করেছিলেন তিনি।

মন্দিরে রয়েছে সাদা রঙের রবি ঠাকুরের মূর্তি, গলায় মালা। ধূপ ধূনো সহযোগে পূজো- অর্চনা করে যেভাবে অন্যান্য দেবতার পুজো হয় সেভাবেই ওই মন্দিরে রবীন্দ্রনাথ ঠাকুরের পুজো হয়। তৈরি হয় পুজোর প্রসাদও। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে মেলাও বসে মন্দিরের সামনে।