সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দাঁ’ড়া’তে গেলে কি দু পায়ের হাঁটু লে’গে যাচ্ছে? এটি কিসের সংকেত?

বিজ্ঞানের ভাষায় দাঁড়িয়ে থাকার সময় দুই হাঁটু লেগে যাওয়াকে জেনু ভ্যালগম বলে। বিশেষজ্ঞরা বলছেন ৪ বছর বয়স পর্যন্ত এই বিষয়টি খুব একটা বিরল নয়। ৬ থেকে ৭ বছরের মধ্যে ধীরে ধীরে অধিকাংশ শিশুরই পা সোজা হয়ে যায়।

কিন্তু বড় হওয়ার পরেও দুই হাঁটু লেগে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে সমস্যার ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত দুই পায়ের গোড়ালি ৮ সেন্টিমিটার বা ৩ ইঞ্চির বেশি দূরে রেখে সোজা হয়ে দাঁড়ালে দুই হাঁটু পরস্পর স্পর্শ করার কথা নয়।

কিন্তু দুই গোড়ালি তার চেয়ে বেশি দূরত্বে থাকার পরেও যদি হাঁটু একসঙ্গে লেগে যায় তবে তাকে ‘নক নি’ বা ‘জেনু ভ্যালগম’ বলে। সাধারণত এতে খুব একটা শারীরিক সমস্যা তৈরির কথা নয়।

আরো পড়ুন: অঙ্কিতাকে কতো টা’কা ফেরত দিতে হ’বে? কত ছি’লো মন্ত্রী কন্যার বেতন?

কিন্তু ক্ষেত্রবিশেষে দুই হাঁটু লেগে যাওয়া রিকেট, লিগামেন্টের সমস্যা, সংক্রমণ কিংবা জিনগত সমস্যার ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হাঁটু জোড়া লেগে যাওয়া কিছু ক্ষেত্রে হাঁটুর উপর অতিরিক্ত চাপ ফেলতে পারে।

ফলে দেখা দিতে পারে সমস্যা। তাই গোড়ালি ৮ সেন্টিমিটারের বেশি ফাঁকা করার পরেও যদি একটি হাঁটু অন্যটির সঙ্গে লেগে যায় তবে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।

বিশেষ করে সমস্যা ক্রমশ বেড়ে যাওয়া, কেবল একটি হাঁটুতে সমস্যা দেখা দেওয়া, বেশি বয়সে সমস্যা শুরু হওয়া কিংবা হাঁটুতে ব্যথা ও হাঁটাচলা করতে অসুবিধা হওয়ার মতো সমস্যা দেখা দিলে অবিলম্বে নিতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ।