সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’বে থেকে শীত না’ম’বে কলকাতায়? কি বলছে হাওয়া অফিস?

রাজ্য জুড়ে এখনও কিন্তু তেমন ভাবে শীতের দেখা নেই, কিন্তু নভেম্বরের শুরুতেই ভোরের তাপমাত্রা দারুণ ভাবে কমেছে। তাহলে এটাই যে শীত আসার চিহ্ন সেটা সহজেই অনুমান করা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য জুড়ে শীতের দাপট বৃদ্ধি পাবে। রাত বাড়লে আর ভোরের দিকে শীতের কিছুটা হলেও প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই শীত আগামীতে আরও বেশী বৃদ্ধি পাবে। সকাল বেলা মর্নিং ওয়াকে বের হলেই চাদর, টুপি এখন সঙ্গী হয়ে উঠছে মানুষের।

আগামী কয়েকদিন এমনটাই বজায় থাকবে রাজ্যে, তাছাড়া এখন কলকাতার তাপমাত্রা আগের তুলনায় অনেকটাই কমেছে, যার কারণে শীতপিপাসু মানুষদের খুশির ঠিকানা নেই। গত ১০ বছরের রেকর্ড ভেঙ্গে শীতলতম অক্টোবরের মজা নিচ্ছে কলকাতা বাসী। নভেম্বরের শুরুটা তেমন ভাবে ইতিবাচক না হলেও এখন পারদ নামছে অনেকটাই, যেটা হয়ত ইঙ্গিত দিচ্ছে শীতের।

কলকাতায় কি তাহলে এবার জাকিয়ে শীত পরবে বলে মনে হচ্ছে? সেটা অবশ্যই সময় বলবে। কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে শীত আসতে এখনও কিছুটা সময় আছে। কলকাতার তাপমাত্রা এখন ২০ ডিগ্রীর আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, যেটা দক্ষিণবং বাসীদের জন্য দারুণ পাওয়া।

আরো পড়ুন: ভারতীয়দের প্রশংসায় প’ঞ্চ’মু’খ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই নাকি জাকিয়ে পরতে চলেছে শীত। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই নিন্মগামী। দার্জিলিং এ তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমেছে। আগামীতে এই তাপমাত্রা আরও কমবে বলেও জানানো হয়েছে।