সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কবে প্রকাশিত হ’বে মাধ্যমিকের ফলাফল? সময় ব’লে দি’লো মধ্যশিক্ষা পর্ষদ

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে আগামী জুন মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের ১৬ তে শেষ হয়েছিল, নিয়ম অনুযায়ী পরীক্ষার তিন মাস পরে অবশেষে ফল প্রকাশ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ।

ইতিমধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে জুন মাসের ৩ তারিখে ফল প্রকাশিত হতে পারে যদিও এখনও পর্যন্ত সেই বিষয়ে চরম সিদ্ধান্ত গ্রহণ করেনি। রাজ্য সরকার অনুমতি দিলে তবেই ৩রা জুন মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ।

রাজ্য সরকারের কাছে এই বিষয়ে আবেদন করবেন শিক্ষাপর্ষদ কর্তারা। তবে মধ্যশিক্ষা পর্ষদের এই বিষয়ে কিছু প্রস্তুতি ইতিমধ্যে বাকি রয়েছে। পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে এই বৈঠক করা বাকি রয়েছে।

আরো পড়ুন: মে মাসের শেষ কয়েকটি দিন এই ৪ রাশি রাজত্ব করবে, পা’বে মা লক্ষ্মীর কৃ’পা

শনিবার মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা মেদিনীপুর শিক্ষা অধিকারের সঙ্গে একটি বৈঠক করবেন, অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির সাথে বৈঠক করবেন ২৩ তারিখে এবং দুই বর্ধমানের শিক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে ২৫ শে মে।

পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই জুন মাসে যে ফল প্রকাশ করা হবে সেটার প্রস্তুতি নেওয়া হয়েছে। এখনো সরকারকে জানানো হয়নি, পরের‌ সপ্তাহে সরকারের কাছে আবেদন করা হবে এবং সেই আবেদন মঞ্জুর করলে মাধ্যমিকের ফল প্রকাশ কবে, হবে সেই সম্পর্কেও ঘোষণা করা হবে।