সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অর্জুন তৃণমূলে যেতেই ব’ড় ব’দ’ল ব্যারাকপুরে, নয়া দায়িত্বে শুভেন্দু!

“কতই রঙ্গ দেখি দুনিয়ায়”, যাই বলুন না কেন দুনিয়াতে সত্যি সত্যিই এখন নানান রং দেখতে হচ্ছে এবং বিশেষ করে রঙের প্রভাব পড়েছে রাজনৈতিক মহলে।

বেশ কিছুদিন আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর দলবদল নিয়ে, অবশেষে সেটাই সত্যি হলো। অর্জুন সিং আবার দল বদল করে তৃণমূলে যোগদান করলেন।

এই যোগদানের পরবর্তীকালে বিজেপিতে এবার বড়োসড়ো একটি বদল ঘটল। সোমবার নিউটনের একটি হোটেলে এটি বৈঠক হয় এবং যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় অর্জুন সিং এর বদলে এবার ব্যারাকপুরের সাংগঠনিক জেলা বিজেপির দায়িত্বে রাখা হবে শুভেন্দু অধিকারী কে।

আরো পড়ুন: নতুন SUV আনছে MARUTI, গাড়ি ল’ঞ্চ হওয়ার আগেই ফাঁ’স ছ’বি

হঠাৎ করে কেনই বা ব্যারাকপুরের বাহুবলী অর্জুন সিং ত্যাগ করলেন সেটা নিয়ে যথেষ্টই কানাঘুষা চলছে বিজেপির অন্দরমহলে। বিজেপির এই দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতির সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব এবং অমিত মালব্যে।

অর্জুন সিং এর বদলে সেই জায়গাতে আনা হবে শুভেন্দু অধিকারীকে আপাতত এই সিদ্ধান্ত চূড়ান্ত পড়লে তবে শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হবে।

আগামী বুধবার সংগঠনের তরফ থেকে শ্যামনগরের কটনমিল মাঠে একটি সভা করবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইরকম একটি সভার আগেই নতুনভাবে ব্যারাকপুরের দায়িত্ব হাতে নিলেন শুভেন্দু অধিকারী।

আগামী বুধবার দলীয় একটি বৈঠকে অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী এবং তারপরেই কি কি বিষয়ে প্রাথমিক ভাবে কাজ করতে হবে সে সম্পর্কে আলোচনা করবেন তিনি।