সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কবে হ’বে পঞ্চায়েত ভোট? জেনে নিন

চলতি বছরে এই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে না। আগামী বছরের শুরুতেই রাজ্যের জুড়ে পঞ্চায়েত ভোট হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বিশিষ্ট সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে। আগামী বছর জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুতে পঞ্চায়েত ভোট হতে পারে বলে জানা যাচ্ছে। তার আগেই সমস্ত জেলাকে আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর এই বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। পুজোর পরেই নির্বাচন শুরু হতে পারে বলে প্রস্তুতি নিচ্ছিলেন অনেকেই। তবে আপাতত সেই সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল কমিশন। আগামী বছরের শুরুতে ভোট হবে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ১৬ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত জেলাকে আসন পুনর্বিন্যাস এবং আসন সংরক্ষণের কাজ শেষ করে ফেলতে হবে।

একই সঙ্গে বলা হয়েছে যে ডিসেম্বরে নির্বাচন করানোর সম্ভাবনা ছিল কিন্তু নির্ধারিত সময়ের শেষের পরেও বিতর্ক এড়াতে কিছুদিন অপেক্ষা করতে চাইছে নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচন হতে পারে জানুয়ারি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুতে। ভোটের ঘোষণা হবে ডিসেম্বরের শেষের দিকে।

আরো পড়ুন: প্রসেনজিতের সঙ্গে ম’নে’র মি’ল না থা’কা’য় এখন আফসোস করেন রচনা! কি কি মে’লে দুজনের ম’ধ্যে?

উল্লেখ্য রাজ্যে সাধারণত পঞ্চায়েত নির্বাচন এপ্রিল থেকে মে মাসের মধ্যে হয়ে থাকে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচন্ড গরমে নির্বাচন করার বিরোধিতা করেছেন। নির্বাচন আরামদায়ক আবহাওয়া হওয়া উচিত বলে তিনি মনে করেন। তার জন্য কমিশন পঞ্চায়েত নির্বাচন এগোনোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।