সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিধিনিষেধ আ’রো’পে’র পর কবে হবে দুয়ারে সরকার ক্যা’ম্প? তারিখ জা’নি’য়ে দি’লো নবান্ন

রাজ্যে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে। নবান্নের তরফ থেকে আগেই দুয়ারে সরকার কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছিল। নতুবা রবিবার থেকেই রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্প চালু হওয়ার কথা ছিল। দুয়ারের সরকার ক্যাম্প তাহলে কবে আবার চালু হবে? মুখ্য সচিব জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে দুয়ারে সরকার ক্যাম্প বসবে আগামী পয়লা ফেব্রুয়ারি।

নবান্নের তরফ থেকে জানানো হয়েছে সোমবার থেকে রাজ্যে একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিধি-নিষেধ জারি হচ্ছে। সরকারি এবং বেসরকারি অফিসে 50% হাজিরা থাকতে হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য চলতি মাসে দুবার দুয়ারে সরকার ক্যাম্প বসার কথা ছিল। তবে দুয়ারে সরকার ক্যাম্প জানুয়ারি মাসে আর বসছে না।

সরকারি নির্দেশিকা অনুযায়ী রবিবার থেকে 10ই জানুয়ারি এবং 20 থেকে 30 শে জানুয়ারি পর্যন্ত দুই দফায় দুয়ারে সরকার ক্যাম্প বসার কথা ছিল। কিন্তু মাঝখানে করোনা সংক্রান্ত বিধিনিষেধ চালু হয়ে যাওয়াতে আপাতত তা স্থগিত থাকছে। আগামী পয়লা ফেব্রুয়ারিতে ফের বসবে দুয়ারে সরকার ক্যাম্প।

রাজ্যের নির্দেশিকাতে বলা হয়েছে স্পা, জিম, বিউটি পার্লার, সুইমিংপুল পার্ক এবং পর্যটন কেন্দ্র আপাতত বন্ধ থাকছে। দুয়ারে সরকার ক্যাম্প মারফত 24টি প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে করোনার কারণে এখনই তা সম্ভব হচ্ছে না।