সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মু’খো’শে ঢাকা রয়েছে চাকরিপ্রার্থীদের মুখ, চীনা সংস্থায় অ’ভি’ন’ব ইন্টারভিউ

এক অভিনব উদ্যোগ নিল চিনা কোম্পানি। চাকরিপ্রার্থীদের এবার থেকে মুখে থাকবে মুখোশ। মুখোশে ঢাকা থাকবে তাদের মুখ এবং সেই মুখোশ পরেই ইন্টারভিউ দিতে হবে, তাদের নির্বাচিত করা হবে, কারণ প্রায়শই অভিযোগ ওঠে যে যোগ্য চাকরি প্রার্থীরা তাদের যোগ্য মান পান না, বরং অযোগ্য কিন্তু সুন্দর চেহারার যুবক-যুবতীরাই নির্বাচিত হয়ে যান চাকরির জন্য।

এবার সেই দোষারোপকে খন্ডন করতেই চীনা সংস্থার এই অভিনব উদ্যোগ। কি সেই চিনা সংস্থা যারা এই অভিনব উদ্যোগ গ্রহণ করলেন। সেটি হল চীনের সিচুয়ান প্রদেশের কোম্পানির চেঙদু পিপড়া লজিস্ট। সম্প্রতি চিনা সংস্থাটি বিজ্ঞাপন দিয়েছিল তাদের সংস্থায় কর্মী নিয়োগের জন্য।

ঠিক সেই মতো নির্দিষ্ট ইন্টারভিউ এর দিন ঘটে যায় সেই অদ্ভুত কান্ড, যেটি ভিডিও করেছেন এক মহিলা। যার নাম জেঙ্গ। ঘটনাটি ঘটে ৩রা ফেব্রুয়ারি এবং তিনি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া আপলোড করেন যে ভিডিওতে দেখা যায় চাকরিপ্রার্থীরা মুখে মুখোশ পরিহিত অবস্থায় বসে রয়েছে ইন্টারভিউয়ের জন্য।

আরো খবর: এত এত টা’কা থাকতেও এটি কি করলেন দীপিকা পাড়ুকোন? হঠাৎ করে দেখে অ’বা’ক ভ’ক্তরা

তবে এহেন অভিনব উদ্যোগ এর আগেও এই চীনা সংস্থাটি করেছেন। এর আগেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল যাতে দেখা গিয়েছিল এই সংস্থায় চাকরিপ্রার্থীরা চাকরি ইন্টারভিউ দিতে এসে তাদের মাঠে কোদাল হাতে করে দাঁড় করানো হয়েছিল এবং কোদাল চালাতে বলা হয়েছিল।

তবে সেই ঘটনার পক্ষে সংস্থাটি জানিয়েছিল এতে করে চাকরিপ্রার্থীরা কতটা শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী সে সম্পর্ক একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। কারণ কোম্পানিতে কাজ করাকালীন তাঁরা কতটা চাপ নিতে সক্ষম হবে তা স্পষ্ট হবে। এই চীনা সংস্থাটি প্রায়শই নিত্যনতুন চমক চাকরি প্রার্থীদের জন্য হাজির করেই থাকেন।