সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নদীর জল খ’রা’য় শু’কি’য়ে যেতেই পায়ের ছাপ উঁ’কি দি’লো ডাইনোসরের

ছোটবেলা থেকেই আমরা সবাই ডাইনোসরের গল্প পড়ে এসেছি বা টিভি তে দেখেছি। জেনেছি পৃথিবী থেকে বহু যুগ আগেই বিলুপ্ত পহয়ে গেছে এই প্রাণী। অনেকেই আবার বিশ্বাস করেন না এই প্রাণী আদৌ ছিল কিনা। তবে সম্প্রতি জানা যাচ্ছে সেই প্রাণীর চিন্হই নাকি দেখতে পাওয়া গেছে আমেরিকার এক নদীর তলার পাথরের মধ্যে। জানা যাচ্ছে আমেরিকার টেক্সাসে রয়েছে ডাইনোসর ভ্যালি স্টেট পার্ক। সেই উদ্যানের ভিতর দিয়ে বয়ে চলেছে পালাক্সি নদী।

আর এই নদীর জল বর্তমানে প্রচন্ড গরমের ফলে শুকিয়ে গেছে। আর গুকিয়ে যাওয়ার পরই নদীর তলায় থাকা পাথর গুলোয় পাওয়া গেছে এক প্রাণীর পায়ের ছাপ। বিশেষজ্ঞরা বলছেন, ওই পায়ের ছাপগুলিডাইনসরের। আর এই পায়ের ছাপগুলি অন্তত ১১.৩ কোটি বছরের পুরোনো। ছাপগুলি সম্ভবত দুই ধরনের ডাইনোসরের। নাম— অ্যাক্রোক্যান্থোসরাস ও সরোপসাইডন।

তাদের মতে, অ্যাক্রোক্যান্থোসরাসের উচ্চতা ছিল ১৫ ফুট, ওজন ছিল অন্তত ৭০০০ কিলোগ্রাম। সরোপসাইডনের আকার ছিল আরও বড়, উচ্চতায় ৬০ ফুট। ওজন ছিল ৪৪০০০ কিলোগ্রামের মতো। অবিশ্বাস্য। আরও একবার প্রমাণিত হলো ডাইনোসরের অস্তিত্ব সত্যি ছিল পৃথিবীতে।

ওই পার্ক কর্তৃপক্ষ বলেন যে, এই বছর অত্যধিক খরায় নদীর প্রায় ২০ মাইল অববাহিকা শুকিয়ে গেছে। আর সেই কারণেই ওই পায়ের চিন্হ গুলো ফুটে উঠেছে।

তবে এটা কিছুদিনই মাত্র থাকবে। বৃষ্টি হলেই আবার জলে ভরে যাবে ওই নদী তখন আর দেখতে পাওয়া যাবে না ওই ফুটপ্রিন্ট। তাই এই ঘটনা জানা মাত্রই অনেক মানুষই এত গরম থাকার সত্বেও ওই পার্কে ভিড় জমাচ্ছেন ডাইনোসরের পায়ের ছাপ দেখতে।