সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার অযো’গ্য চাকরিপ্রাপকদের একে এ’কে জিজ্ঞাসাবাদ ক’র’বে CBI

এবার অবৈধ চাকরি পাওয়া গ্রুপ সি পদের ৩৮৫ জনের তালিকা প্রকাশ হয়েছে। আর এই তালিকার ১০ জনকে আগেই সিবি আই জিজ্ঞাসাবাদ করেছে, এবার বাকিদের জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যাচ্ছে। এবার বাকিদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবি আই এমনটাই সূত্রের খবর। তবে অবশ্যই এই সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে ধাপে ধাপে।

অযোগ্য প্রারথীদের ৩৮৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে ১০ জনকে আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু বাকিদের মধ্যে আজকে বুধবার কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে নিজাম প্যালেসে। কার সাহায্যে কিংবা কাকে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে? এমনটাই তাদের জিজ্ঞাস করা হবে বলে মনে করা হচ্ছে।

মোট ৪ টি জোন হিসেবে উত্তর ও দক্ষিন দিনাজপুর ও সাথে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হিসেবে এই তালিকা তৈরী করা হয়েছে। এস এস সি মামলায় কাজ তেমন ভাবে না এগোলেও এই গ্রুপ সি মামলা খুবই দ্রুত এগোচ্ছে বলে খবর আলিপুর আদালতের তরফে। এদিকে গ্রুপ সি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন করেছেন।

আরো পড়ুন: মোদির স’ঙ্গে দে’খা হতেই ৩ হাজার ভারতীয়র ভিসা পা’শ করে দিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী

সেখানে আইনজীবী বলছে পার্থ চট্টোপাধ্যায় কে চক্রান্তকারী বলা হচ্ছে তার প্রমাণ কোথায়? সিবি আই এর কার্যকলাপ সন্দেহজনক বলে মনে হচ্ছে। গত ৪ দিনে কি কাজের কোনো অগ্রগতি হয়েছে? এরপরেই সিবি আই এর আইনজীবী বলেন, আমরা প্রতিদিন নতুন নতুন সব তথ্য পাচ্ছি। এই শুনে বিচারক অনেকটাই আশাবাদি, তিনি জানান মামলার অগ্রগতি হচ্ছে, আশাকরি আগামীতেও হবে।