সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঠিকাদারি না করলে সংসার চ’ল’বে না! অভিষেকের ক’থা মে’নে অবশেষে দল ছাড়লেন টিএমসি নেতা

অভিষেক বলেন একইসঙ্গে ঠিকাদারের কাজ এবং তৃণমূল দল দুটো করা যাবেনা, তাঁকে বেছে নিতে হবে যেকোনো একটিকে, আর তার এই মন্তব্যকে ঘিরেই এবার বেলপাহাড়ি সিমলার তৃণমূল সভাপতি অভিজিৎ দত্ত তৃণমূল দল থেকে পদত্যাগ করলেন।

তাঁর দাবি ঠিকাদারের কাজ ছেড়ে দিলে সংসার চালানো সম্ভব নয়, ঠিকাদারি কাজ না করলে পর্যাপ্ত অর্থ পাওয়া যাবেনা, এবং সংসার চালাতে গেলে অর্থে প্রয়োজনীয়তা আছে বইকি, যে কারণেই দলছাড়া।

তবে তিনি আরো বলেন প্রথম থেকেই তিনি তৃণমূল দলের হয়ে কাজ করেছেন, তবে শুধুমাত্র তৃণমূল পার্টি করে সংসারের দায়-দায়িত্ব নেওয়া সম্ভব নয়, তাই তিনি ঠিকাদারি কাজকেই বেছে নিলেন, শুধুমাত্র. পার্টি করা সম্ভব হয় তাহলে তার সংসার অথৈ জলে পড়ে যাবে।

আরো পড়ুন: দুর্গাপুজো অবধি শনির ন’জ’রে থাকবে এই রাশিগুলো, কি প্র’ভা’ব পড়বে জেনে নিন

কারণে এদিনের সভা থেকে অভিষেকবাবু যা নির্দেশ দিয়েছেন তিনি সেই নির্দেশ পালন করেছেন। তবে এহেন কান্ড ঘটার পর বিরোধী পক্ষ শাসক দল নিয়ে নানান কথা বলতে ছাড়েননি, এদিন বিজেপি নেতা দেবাশীষ কুন্ডু জানান যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ দিয়েছেন তাতে তৃণমূল দলের প্রত্যেককেই তাহলে দল ছাড়তে হবে, কারণ তাঁরা প্রত্যেকেই ঠিকাদারি কাজ করেন।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে হারে প্রোমোটার রাজ এলাকায় বেড়ে চলেছে, তাতে মানুষের ক্ষোভ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, আর সেটির কথা মাথায় রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন সিদ্ধান্ত।