সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জুলাই মাসে কি রূ’প নে’বে বর্ষা? পূর্বাভাস দি’লো IMD, চাষীদের জন্য ব’ড়ো বা’র্তা মৌসম ভবনের

জুন মাসে সেভাবে বৃষ্টি না হলেও জুলাই মাসে নাকি অবিরত বৃষ্টি হতে পারে এমন কথাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। জুলাই মাসে গোটা দেশেই স্বাভাবিক বর্ষার বৃষ্টি হবে। এর ফলে ফসল নিয়ে উদ্বেগ থাকবেনা চাষীদের। এই তিন মাসের বৃষ্টির উপরে গোটা দেশের ফসলের ফলন নির্ভর করে। চলতি মাসেই স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, প্রথম সপ্তাহে সেই রকম বৃষ্টি না হলেও জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বেড়ে যাবে বৃষ্টি। গোটা মাস ধরে এই বৃষ্টির পরিমাণ কার্যত একই থাকবে বলে জানিয়েছেন তিনি। আগামী পাঁচ থেকে ছয় দিন রাজস্থান পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশে কম বৃষ্টি হবে। বৃষ্টির অপেক্ষায় থাকতে হবে এই সমস্ত রাজ্যকে।

ইদানিং রাজস্থানে বৃষ্টি হওয়ায় উদ্বেগ বেড়েছে আবহাওয়াবিদদের। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রাজস্থানী যে নিম্নচাপ তৈরি হয় সেটি ইতিমধ্যেই কম হতে শুরু করেছে। কটিদেশে বৃষ্টির ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে এই সমস্ত রাজ্যের বেশিরভাগ ফসল ফলে আমাদের দেশের। এগুলিকে বলা হয় খাদ্যভান্ডার। তাই এখানে কম বৃষ্টি হলে স্বাভাবিক ভাবেই তা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

অন্যদিকে দিল্লীতে থাকো প্রবাহ হবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এই বর্ষার মধ্যেই দিল্লিতে তাপ প্রবাহ সৃষ্টি হবে আগামী কিছুদিন। হঠাৎ করে এই রকম বিপরীত আবহাওয়া তৈরি হওয়ার জন্য বেশ উদ্বেগে রয়েছে আবহাওয়াবিদরা। বিশেষ করে কানাডার তাপমাত্রা আরও বেশি ভাবিয়ে তুলেছে সমস্ত দেশকে।

পশ্চিমবঙ্গে আপাতত সেই রকম কোন লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। আগামী এক সপ্তাহের বৃষ্টি পারবে পশ্চিমবঙ্গ ও সিকিমে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবল বর্ষণ শুরু হয়ে গেছে। এই বর্ষণ আরো বাড়বে বলে মনে করেছেন আবহাওয়াবিদরা।