সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমাদের দেশে শুন্য টাকার নোট কি কা’জে ব্যবহার হয়?

দেশের শূন্য টাকার নোট ব্যবহার করা হত কোন কাজে ? এখনও পর্যন্ত আপনি ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ১০০০ এবং ২০০০ টাকার নোট দেখে থাকবেন, কিন্তু শূন্য টাকার নোট কি দেখেছেন? আদৌ সেইরকম নোট কি হয়।

আমরা সবাই জানি ২০১৬ সালে পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল কর আহয়েছিল। এরপর থেকেই নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট চালু হয়। তবে দেশে এখন সর্বোচ্চ মূল্যের নোট ১০,০০০ টাকার। কিন্তু তাই বলে শূন্য টাকার নোট?

এটা হাস্যকর একটি বিষয় ছাড়া আর কি হতে পারে। কিন্তু ঘটনা সত্যি, ক্রমবর্ধমান দুর্নীতির দমনের জন্যই এমন নোট ছাপানো হয়ে থাকে। কিন্তু শূন্য টাকার নোট দিয়ে কিভাবে আপনি দুর্নীতি বন্ধ করবেন?

তবে এই শূন্য টাকার নোট রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে নয়, একটি এনজিওর তরফ থেকে ছাপানো হয়েছিল। ২০০৭ সাল থেকে পঞ্চম পিলার এনজিও দ্বারা এই নোট ছাপানো হয়।

আরো খবর: মমতা না ভেবেই অনেক কি’ছু বলে ফেলেন, যা জাতীয় সংহতির পক্ষে ক্ষ’তি’কা’র’ক: দিলীপ ঘোষ

এনজিও হিন্দি, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম এই চারটি ভাষায় নোট ছাপানো হয়। নোটে লেখা থাকে ঘুষ নেব না, দেবও না।

মোট কথা এই নোটের মাধ্যমে একটি প্রচার চালায় তারা। রেলস্টেশন, বিমানবন্দর, বাস স্ট্যান্ড এই সমস্ত জায়গায় তারা নোট বিতরণ করে। ও জনগনকে সজাগ করার জন্য একটি পুস্তকও দেয়।