সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিবাহিত মেয়েদের সিঁদুর পরার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি?

এক ফোটা সিঁথির সিঁদুর বদলে দেয় মেয়েদের জীবন! হিন্দু শাস্ত্র মতে বলা হয় সব অলংকারের তুলনায় দামি এই সিঁদুর। তবে এখন সিঁদুর পরার চল নাকি উঠে গিয়েছে। সিঁথির কোনায় অল্প সিঁদুর পড়েন বিবাহিত মহিলারা। কিন্তু জানেন কি সিঁদুর পরার পিছনে পৌরাণিক ছাড়াও বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে।

বিবাহিত মহিলারা কেন সিঁথিতে সিঁদুর পড়েন জানেন? যুগ যুগ ধরে বিবাহিত মহিলারা সিথীতে সিঁদুর পড়েন এমনটাই রীতি রয়েছে। স্বামীর সঙ্গে তাদের বন্ধন কেবলমাত্র শক্ত করবার জন্য এই সিঁদুর পড়া হয় তা কিন্তু নয়।

বরং বিশেষজ্ঞরা বলছেন প্রাচীনকালে সিঁদুর পড়ার পিছনে ছিল অনেক বৈজ্ঞানিক কারণ। আগে সিঁদুর তৈরি করা হতো পারদ লেবু এবং কাঁচা হলুদ দিয়ে। এই মিশ্রণ মহিলাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

আরো খবর: এই সব নম্বর থে’কে কি WhatsApp-এ কল পাচ্ছেন? আসল গল্প জানুন

এছাড়া মহিলাদের যৌ”ন জীবন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এই সিঁদুর। এছাড়া স্নানের পরেই সিঁদুর পড়লে নানান রকম সংক্রামক ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সিঁদুর পড়লে। সিঁদুরের রয়েছে আরও বহু প্রকার গুনাগুন। ত্বকের নানান রকম সমস্যা দূর করতে সাহায্য করে সিঁদুর।