সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি কা’র’ণে ভে’ঙে পড়েছে রাওয়াতের হেলিকপ্টার? মি’ল’লো ব্লাকবক্স

গতকাল বুধবার এক মার্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন সিডিএস প্রধান বিপিন রওয়াত ও তার স্ত্রী সহ ১৩ জন। কিন্তু এমন ঘটনা ঘটার কারণ এখনও খুঁজে পায়নি সেনাবাহিনী, তবে থেমে নেই তারা । ইতিমধ্যেই ট্রাই সার্ভিস তদন্ত করার নির্দেশ দিয়েছে বায়ুসেনাকে। আজ বৃহস্পতিবার বিধ্বস্ত হেলিকপ্টার এর থেকে ইতিমধ্যেই ব্ল্যাক বক্স উদ্ধার করেছে তল্লাশি দল। এই তদন্তের দায়িত্বে আছেন মার্শাল মানবেন্দ্র সিং।গতকাল তদন্ত দল ওয়েলিংটনে পৌঁছেছে।

এখন দুর্ঘটনায় কি পরিস্হিতির শিকার হয়েছিল তারা সেটা জানা যাবে ব্ল্যাক বক্সের মাধ্যমে। ব্ল্যাক বক্স সহ আরো বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে আর সেটা পাওয়ার পরেই বিশেষজ্ঞ দের দল জানিয়েছেন, ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার সমস্ত অজানা তথ্য উঠে আসবে।হঠাৎ কি কারণে এই দুর্ঘটনা ও কি কারণেই মাঝ আকাশে অগ্নি সংযোগ ঘটল তার ওপর থেকে পর্দা হাটানোই মূল লক্ষ্য।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টেলিন ঘটনার পর সেই স্থানে গিয়েছিল , বিপিন রাওয়াত সহ আরও সেনা আধিকারিকদের সম্মান জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। ওয়েলিংটনের মাদ্রাজ রেজিমেন্টের তাদের সম্মান জ্ঞাপন করা হয়। সিডিএস প্রধানের মৃত্যুতে সারা দেশ শোকাহত, এটা যে দেশের কত বড় ক্ষতি তা ভাষায় প্রকাশ করা শক্ত। সস্ত্রীক সিডিএস প্রধান গতকাল বুধবার হেলিকপ্টার দূর্ঘটনায় মারা যায়। সাথে ১১ জন সেনা আধিকারিকও প্রাণ হারায়।