সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Tata Punch-র খবর কি? ছোট গাড়ি হওয়া সত্ত্বেও কেন এত বি’ক্রি? কারণ কি?

ভারতের সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলির মধ্যে একেবারে প্রথমেই নাম থাকে টাটা পাঞ্চের। গত দেড় বছরে বেশ ভালো ব্যবসা করেছে এই গাড়ি। মানুষ এই গাড়িটিকে পছন্দ করার অন্যতম কারণ হলো এর সুরক্ষা এবং নিরাপত্তা বেশ মজবুত তাছাড়া ক্রাশ টেস্টে ফাইভস্টার অর্জন করেছে এই গাড়ি।

আয়তনের দিক থেকে অনেকটাই ছোট এই গাড়ি। এই গাড়ির জায়গা নাকি অনেকটাই কম এমনটাই অভিযোগ করেছেন ব্যবহারকারীরা কিন্তু তা সত্ত্বেও তার বিক্রি এবং জনপ্রিয়তা এতটুকু হ্রাস পড়েনি।

এই গাড়ি লম্বায় ৩৮২৭ মিলিমিটার উচ্চতা ১৬১৫ মিলিমিটার হুইল ২৪৪৫ মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮৭ মিলিমিটার। সম্পূর্ণ গাড়িতে যে ডিজাইন নেই বললেই চলে তবে অত্যন্ত মজবুত এই গাড়ি।

এই গাড়িতে রয়েছে বিভিন্ন ফিচার যেমন ক্রুজ কন্ট্রোল অটোমেটিক এসি পুশ বাটন স্টার্ট হারমান ইনফোটেনমেন্ট সিস্টেম সেমি ডিজিটাল ক্লাস্টার টাচস্ক্রিন অটো হেডলার কার কানেক্টেড টেক।

আরো খবর: ভারতীয় রেলের একমাত্র বন্ধ হয়ে যাওয়া রেল জংশন, একসময় বিদেশে যাতায়াত করার করিডোর ছিলো!

গ্লোবাল এনকাপ টেস্টে একাধিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছে এই গাড়ি। শিশুদের সুরক্ষায় যদিও গাড়িটি ফোর স্টার পেয়েছে। ডুয়েল এয়ার ব্যাগ রিভার্স পার্কিং ক্যামেরা কর্নারিং ল্যাম্প রয়েছে এই গাড়িতে।

১.২ লিটার পেট্রোল ইঞ্জিন এখানে রাখা যাবে এবং ৮৪ পিএস শক্তি ও ১১৩ এন এম টর্ক তৈরি করে। অটোমেটিক ম্যানুয়াল গিয়ার বক্স পাওয়া যায় এখানে ১৯ km মাইলেজ দেবে এই গাড়ি। এটির দাম মধ্যবিত্তদের একেবারে হাতের মুঠোয় মাত্র ৬-৯.৪৫ লাখ টাকার মধ্যে পাওয়া যায়।