সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তলে তলে কি অভিষেকের সঙ্গে মত’বি’রো’ধ? মন্ত্রীসভায় কি গুরুত্ব ক’মে’ছে ফিরহাদ হাকিমের?

দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর তৃণমূল এখন বেশ চাপে পড়ে গিয়েছে। এদিকে রাজ্য রাজনৈতিক মহলে গুঞ্জন তৃণমূল দল মমতা এবং অভিষেক দুই শিবীরে তলে তলে ভাগ হয়ে যাচ্ছে। এই দুই শিবিরের মধ্যে কোন তরফে রইলেন ফিরহাদ হাকিম? রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান মমতার নতুন মন্ত্রিসভায় ফিরহাদ হাকিমের গুরুত্ব কমার সম্ভাবনা দেখা দিয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ব্যক্তি এক পদ নীতির কথা বলেছিলেন। তবে মমতা ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম সেই নীতি অমান্য করেছিলেন। এবার শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি ফিরহাদ হাকিমের ঠান্ডা লড়াই চলে।

তবে সে কথা প্রকাশ্যে কখনো আনতে নারাজ তারা। ২০২১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ফিরহাদ হাকিমকে অনেক দায়িত্ব দিয়েছে। গুরুত্ব বেড়েছে ফিরহাদের। বর্তমানে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

আরো পড়ুন: Didi No1-র মঞ্চে অনামিকা সাহার মিমিক্রী করলেন রুকমা! হাসির রো’ল সে’ট’জু’ড়ে

একই সঙ্গে আবার তিনি পরিবহন, পুর এবং নগর উন্নয়ন ও আবাসন দপ্তরের মন্ত্রী। শুভেন্দু অধিকারী মন্ত্রী পদ ছেড়ে দেওয়ার পর সেই পদের দায়িত্ব ফিরহাদের উপর উপর তুলে দেন মমতা ব্যানার্জি। তবে এবার নাকি ববি হাকিমের দায়িত্বে রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে।

রাজনৈতিক মহলে গুঞ্জন এবার দলে ফিরহাদের গুরুত্ব নাকি কমে যাবে। জেলা জুড়ে তৃণমূল যে রদবদল করেছে তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি এক পদ নীতি কার্যকর হয়েছে। সেই সূত্রে অনুমান করা হচ্ছে এবার ফিরহাদের কাছ থেকে হয়তো বা একটা দুটো দপ্তর কেড়ে নেওয়া হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার।