Home ভিডিও রানাঘাটে গাছের উপর বা’না’নো হ’চ্ছে আস্ত বাড়ি, থা’ক’বে খাওয়া ও ঘুমানোর সুবন্দোবস্ত

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রানাঘাটে গাছের উপর বা’না’নো হ’চ্ছে আস্ত বাড়ি, থা’ক’বে খাওয়া ও ঘুমানোর সুবন্দোবস্ত

গাছ আজকাল আর কয়জন ভালোবাসে, সবাই তো গাছ কাটাতেই ব্যস্থ থাকে সর্বদা। কারণ গাছ না কাটলে রাস্তা বড় হবে না, বড় বড় শপিং মল তৈরী হবে না, তৈরী হবে না চাষেরর জমি। দেশের উন্নতি কিভাবে ঘটবে? কিন্তু এই সব ভাবতে ভাবতে আমরা এটা ভুলে যাই আমাদের প্রকৃতিকে ভাচিয়ে রাখতে, ভারসাম্য বজায় রাখতে গাছ কতটা গুরুত্বপূর্ণ। প্রকৃতি বেঁচে থাকলেই তো আমরা বেঁচে থাকব। সব সময় ভারসাম্য বজায় থাকবে।

অক্সিজেনের চাহিদা সহজেই পূরণ হবে। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে কে কাকে বোঝাবে? সবাই নতুন ফ্ল্যাটে উঠতে আগ্রহী তার জন্য গাছ কাটা পড়ল কিনা সেটা তাদের দেখার সময় নেই। বন জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে। পশু পাখী ও বনের জন্তু জানোয়ারদের থাকার জায়গা কেড়ে নিচ্ছে মানুষ, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য।

কিন্তু হঠাত চোখে পড়ল এমন একজন প্রকৃতি প্রেমি গাছ প্রেমী মানুষের যিনি কিনা , নিজের বাড়ি করার জন্য গাছ না কেটে, গাছের মধ্যেই তৈরী করেছে বাড়ি। যাকে বলে ট্রী হাউস। সেখানে রয়েছে সব ধরনের ব্যবস্থা খাওয়া ঘুমানো সব। রানাঘাটের ২ নম্বর ব্লকের মাঠকুমরা গ্রামে তৈরী হয়েছে গাছের ওপরেই বাড়ি। রানাঘাটের একজন অবসরপ্রাপ্ত চাকুরীজীবী নাম তার দিব্যেন্দু বিশ্বাস। তিনি তার স্বপ্নের বাড়ি তৈরী করেছে গাছের ওপরেই। এমন নতুন অভিনব পদ্ধতিতে বাড়ি করা এর আগে চোখে পরে নি রাজ্যে। তার এই গাছের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ সবাই। সত্যি এমন ধরনের মানুষের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে প্রকৃতির শোভা আরও ফুলেফেপে উঠবে।