সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পিরামিড যা’রা তৈরি করেছিলেন তাঁরা কি শ্রমিক ছিলেন না ক্রীতদাস? অ’বা’ক বিজ্ঞানীরা

পিরামিড হল পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। প্রাচীন মিশরের রাজা ফিরাউনদের মৃত্যুর পর তাদের দেহ মমিতে রূপান্তরিত করে পিরামিডের ভেতরে সুরক্ষিত করে রাখা হত।এককথায় তাদের কবরকে পিরামিড বলে। মিসরে সব মিলিয়ে প্রায় একশত পিরামিড আছে। সবচেয়ে বড় এবং আকর্ষনীয় হচ্ছে গিজা’র পিরামিড । এটি খুফু’র পিরামিড হিসেবেও পরিচিত।

এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর আগে। এটি উচ্চতায় প্রায় ৪৮১ ফুট এবং ৭৫৫ বর্গফুট জমির উপর অবস্থিত। প্রায় ২০ বছর ধরে আনুমানিক ১ লাখ ব্যাক্তি কাজ করে এটি তৈরি করেছিল । কিন্তু এই পিরামিড গুলি তৈরি করল কে বা কারা?

আগে মনেকরা হত ক্রীতদাসদের দিয়ে পিরামিড তৈরি করা হয়েছিল। কিন্তু ২০১০ সালে এই পিরামিড প্রস্তুতকারী কর্মীদের সমাধি উদ্ধার করা হয়েছিল।জাহি হাওয়াসের নেতৃত্বাধীন একদল প্রত্নতত্ত্ববিদ গিজায় এই কর্মীদের একাধিক সমাধি আবিষ্কার করেন।

আরো খবর: দিল্লি-মুম্বইয়ের Apple স্টো’রে’র কর্মচারীদের বেতন ক’তো? শুনলে মা’থা ঘু’রে যাবে

সম্রাটের পিরামিডের ঠিক পাশেই এই কর্মীদের সমাধিস্থল নির্মাণ করা হয়েছিল। প্রত্নতত্ত্ববিদ জাহির বলেন, ‘‘রাজার পিরামিডের ঠিক পাশেই কর্মীদের পিরামিড ছিল। এর থেকে এটা স্পষ্ট যে, ক্রীতদাসেরা এই পিরামিড তৈরি করেননি।

কর্মীরা ক্রীতদাস হলে সম্রাটের পাশে তাঁদের স্থান দেওয়া হত না।’’জাহিরের দাবি, পিরামিড প্রস্তুতকারীরা ছিলেন সেদেশের শ্রমিক। পিরামিড প্রস্তুত করার বদলে সে দেশের সম্রাট তাদের পারিশ্রমিক দিতেন।