সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরানো বন্ধুদের স’ঙ্গে দে’খা করতে গিয়েছিলেন তৃণমূল ভবনে, দা’বি মুকুল রায়ের আইনজীবীর

কলকাতা হাইকোর্টের নির্দেশে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদনের শুনানি শেষ হয়েছে। বিজেপির তরফ থেকে মুকুল রায়ের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছিল। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এই শুনানি সম্পন্ন হয়।

শুনানিতে দু’পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। মুকুল রায়ের আইনজীবী দাবি করেছেন গত 11 জুন পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে তৃণমূল ভবনে গিয়েছিলেন মুকুল রায়। উল্লেখ্য গত 11 ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান মুকুল রায় এখনো বিজেপিতে রয়েছেন।

যদিও এসেছে বিধানসভা নির্বাচনের পর মুকুল রায়কে নিয়ে রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছিল। অধ্যক্ষের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। হাইকোর্টে তরফ থেকে অধ্যক্ষকে রায় পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়।

আরো পড়ুন: ভারতেই সবথেকে বে’শী ইন্টারনেট ব’ন্ধ করতে হয়েছে!

আদালতের তরফ থেকে জানানো হয়, আইনি জটিলতার বাইরে গিয়ে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদানের যে ফুটেজ দলের অফিশিয়াল ফেসবুকে পেজে ভাইরাল হয়েছে তা বৈধ বলে বিবেচনা করতে হবে।

উল্লেখ্য এদিন শুনানিতে মুকুল রায় বা শুভেন্দু অধিকারীরা বিধান সভায় উপস্থিত ছিলেন না। শুভেন্দুর আইনজীবী ফুটেজ দেখিয়ে দাবি করেন মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন।

অন্যদিকে 65b ধারার দোহাই দিয়ে প্রমাণ গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন মুকুলের আইনজীবীরা। গত বছর 11 ই জুন পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে মুকুল রায় তৃণমূল ভবনে গিয়েছিলেন বলে দাবি করেন তার আইনজীবীরা।

স্ত্রী বিয়োগের পর তিনি হতাশায় ভুগছিলেন বলে দাবি করা হয়। আগামী 6 ই মে দু’পক্ষের বক্তব্য শোনার জন্য দিন নির্ধারণ করে দিয়েছে আদালত।